Ransomware কি? Ransomware থেকে বাঁচার উপায় কি ?
র্যানসমওয়্যার কি ? (what is Ransomware attack )
Ransomware হলো এক ধরনের ম্যালওয়্যার (Malware) অর্থাৎ বলা যেতে পারে এক ধরনের ক্ষতিকারক ভাইরাস যেটি কিনা যেকোন কম্পিউটার(Computer) ডিভাইস কে হ্যাক করতে পারে এবং যার কম্পিউটার ডিভাইস তাকে কম্পিউটারে প্রবেশ করতে দেয় না অর্থাৎ যার কম্পিউটার সে নিজে অ্যাক্সেস (access) করতে পারে না। কম্পিউটারের হার্ডডিক্স এর সমস্ত ডাটা হ্যাকারদের (hacker) কাছে চলে যায় এবং কম্পিউটার করলে দেখতে পাবেন যে ওই ডাটাগুলো ফেরত আনার জন্য বিটকয়েনের (Bitcoin) মাধ্যমে আপনাকে কিছু ডলার টাকা পে করতে বলা হবে 300 ডলার বা 500 ডলার। টাকা দিলেও যে আপনার কম্পিউটার এর সমস্ত ডাটা গুলো আপনাকে ফেরত দিবে তার কোন গ্যারান্টি নেই অর্থাৎ ওই ডাটা গুলো (যেমন ফটো ,ভিডিও, গুরুত্বপূর্ণ ফাইল ,সমস্ত কিছু) ফেরত পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।
কতগুলি জনপ্রিয় Ransomware এর নাম (Ransomware examples):
2017 সালে প্রায় 74 টি দেশে WannaCry র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছিল। WannaCry একটি জনপ্রিয় র্যা্যানসমওয়্যা অ্যাটাক এর নাম । এছাড়া আরো কতগুলো জনপ্রিয় Ransomware নাম হল Tescrypt যেটি আগে খুব জনপ্রিয় ছিল, Crowti, Petya, GandCrab ইত্যাদি