অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম 2023 | voter id card check in Bangla

 ভোটার কার্ড বাংলাদেশের প্রধান পরিচয় পত্র। তো তারা মূলত নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাদের মাথায় কিন্তু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খায় সেগুলো হচ্ছে আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই (voter ID card check) । নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে ইত্যাদি।

ভোটার আইডি কার্ড চেক
স্মার্ট কার্ড চেক করার নিয়ম |

 

তো আজকের আর্টিকেলে আমি নতুন আইডি কার্ড কিভাবে দেখব বা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম গুলি step-by-step আলোচনা করব। 

 

তো আপনি যদি ভোটার আইডি কার্ড বের করার নিয়ম জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ভোটার আইডি কাড দেখার নিয়ম (nid card check)  জেনে নিই।

 

ভোটার আইডি কার্ড চেক 2022 | nid card online check 

Step – 1 :   প্রথমে আপনারা প্লে স্টোর থেকে nid wallet অ্যাপস টি ডাউনলোড করে নেবেন আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য এটি লাগবে তো আপনারা আগে এটি ডাউনলোড করে নেবেন।

ভোটার আইডি কার্ড চেক

Step – 2 :  তারপর আপনার মোবাইল না কম্পিউটার দিয়ে যেকোনো একটি ব্রাউজার এ গিয়ে nidbd লিখে সার্চ করবেন। আপনারা প্রথমে যে ওয়েব সাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

ভোটার আইডি কার্ড চেক
স্মার্ট কার্ড চেক করার নিয়ম

Step – 3 :  তারপর নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন সেজন্য সেখানে আপনার কোনো অ্যাকাউন্ট নেই তো আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে তো এর জন্য রেজিস্টার করুন অপশনটিতে ক্লিক করবেন 

ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড চেক

 

Step – 4 :  ক্লিক করার পর জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফরম নম্বর প্রথম দিতে হবে তারপর জন্ম তারিখ দিন মাস বছর ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন তারপর আপনারা ঠিক করে ক্যাপচার কোড বসিয়ে দিবেন

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

এইখানে আর একটি কথা বলে রাখা ভালো আপনারা নতুন ভোটের কার্ডের জন্য আবেদন করেছেন তাই আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার না থাকার কথা জাতীয় পরিচয়পত্র না থাকলে ফরম নম্বর দিয়ে দিবেন তারপর submit ক্লিক করবেন। আপনারা যখন নতুন ভোটার আইডি কার্ড জন্য ফরম ফিলাপ করেছিলেন তখন ওই স্লিপ এর একটি অংশ কেটে আপনাদেরকে দিয়েছিল সেই শিল্পের ডানদিকে কিন্তু আপনারা ফর্ম নাম্বার পেয়ে যাবেন। 

 

 

 

Step – 5 :  পরবর্তী পর্যায়ে আপনারা ভোটারের বিভিন্ন তথ্য দিতে হবে যেমন

 

            . বর্তমান ঠিকানা

           . বিভাগ

           . জেলা

           . উপজেলা

 

Step – 6 : তারপর আপনারা পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন যদি আপনার মোবাইল নাম্বারটা ঠিক থাকে তাহলে বার্তা পাঠান অপশনটিতে ক্লিক করবেন আর যদি ভুল থাকে  মোবাইল পরিবর্তন অপশন এ ক্লিক করে মোবাইল নম্বরটি পরিবর্তন করে নেবেন। 

 

Step – 7 :  তারপর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এসএমএস টি আপনারা সঠিকভাবে অবশ্যই দিবেন তারপর বহাল বাটনে ক্লিক করে দিবেন।

 

Step – 8 :  তারপর লাল Colour রাউন্ড এর ভিতর tap to NID wallet লেখা দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা NID wallet অ্যাপস টি সিলেক্ট করবেন আপনাকে সরাসরি NID wallet অ্যাপস এ নিয়ে যাওয়া হবে।

 

Step – 9 : তারপর আপনারা start with face scam অপশন এ ক্লিক করে আপনার face টি scan করে নেবেন। 

 

Step – 10 :  স্ক্যান করার পর ok তে ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনার ফটো সেখানে দেখতে পাবেন । তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর দেখবেন ডাউনলোডের অপশন রয়েছে তারপর ডাউনলোড অপশন এ ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

 

আশা করি আপনারা আজকের আর্টিকেলটি পড়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান বা এনআইডি কার্ড ডাউনলোড বা পুরাতন আইডি কার্ড চেক করতে পারবেন। 

 

তো Nid card check নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

 

আরও পড়ুন : জাতীয় পরিচয় পত্র যাচাই করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url