জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি | Jomir Khatian check 2023

 যেকোনো জিনিস কেনার আগে সেটিকে ভালো করে ভেরিফাই করে তবেই সেটি কেনা উচিত। যেমন কোন জমি কেনার আগে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করা উচিত এছাড়া দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম জানা উচিত। না হলে জমি কিনে আমরা পরবর্তীকালে বিভিন্ন সমস্যায় পড়তে পারি। 

জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি
জমির খতিয়ান বের করার নিয়ম 

জমি কেনার আগে আপনারা  অবশ্যই অনলাইনে জমির মালিকানা যাচাই করে নিন। সেটা আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন।

তো আজকের আর্টিকেলে আমি আলোচনা করব  জমির মালিকানা বের করার উপায় । জমির খতিয়ান বের করার নিয়ম  অর্থাৎ জমির খতিয়ান চেক কিভাবে করবেন ইত্যাদি বিষয়।

 

 

বাংলাদেশের জন্য : 

জমির খতিয়ান বের করার নিয়ম (jomir Khatian check):  

তো অনলাইনে জমির খতিয়ান দেখা র জন্য আপনারা বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অথবা https://www.eporcha.gov.bd/ এই লিঙ্ক চলে যাবেন বা e porcha লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপর ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। 

তারপর আপনারা খতিয়ান অনুসন্ধান অপশনটিতে ক্লিক ক্লিক করার পর 

    • বিভাগ

    • জেলা

    • উপজেলা

    • মৌজা

    •  দাগ নম্বর বা মালিকানা মান যে কোন একটা দিলেই হবে

    • ক্যাপচা কোড

 

 

আরও পড়ুন : পাসপোর্ট চেক করার নিয়ম 

উপরের সমস্ত তথ্য করি ভালো করে ফিলাপ করবেন তারপর আপনারা অনুসন্ধান করুন অপশনটিতে ক্লিক করবেন।

তারপর আপনারা ওই জমির মালিক কে জমির দাগ নম্বর খতিয়ান নম্বর কত সমস্তকিছুই আপনারা ডিটেইলসে দেখতে পেয়ে যাবেন। এছাড়া আপনারা আরেকটু উপায় এখান থেকে বের করতে পারেন আপনারা মালিকের নাম গুলো কপি করে দাগ নাম্বার না দিয়ে মালিকানার নাম নাম দিয়ে খুব সহজে খতিয়ান নাম্বার বের করতে পারেন যেটা সুবিধা হয় সেটা আপনারা ফলো করতে পারেন। 

নিচে একটা অপশন দেখতে পাবেন আবেদন করুন তো আপনারা আবেদন করেন অপশনে ক্লিক করলে ও খতিয়ান নাম্বার দেখতে পাবেন।

আপনার যদি দাগ ও খতিয়ান নং না থাকে তাহলে মালিকের নাম দিয়ে এগুলো বের করতে পারবে। আশা করি আপনারা জমির খতিয়ান চেক কিভাবে করতে হয় এ বিষয়টি বুঝতে পারলেন।

পশ্চিমবঙ্গের জন্য : 

খতিয়ান বের করার নিয়ম ২০২২

আর যারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করেন তারা banglarbhumi লিখে সার্চ করবেন তারপর ওই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপর উপরে ঘরের মতো একটি সিম্বল দেখতে পাবেন যেটির নাম no your property তো আপনারা ওই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর  

    • district

    • block

    • Mouza ই পর্চা খতিয়ানই পর্চা খতিয়ান

    •  khatian number বা plot number

    • ক্যাপচা কোড

খতিয়ান নাম্বার বা প্লট নম্বর যেকোন একটি নম্বর দিয়ে দিয়ে আপনারা view অপশনে ক্লিক করবেন তারপর আপনার জমির সমস্ত ডিটেইলস আপনারা দেখতে পাবেন জমির মালিককে জমির পরিমাণ কত জমির দাগ নাম্বার ব্লক নাম্বার কত সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন। 

আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম | অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম  জমির খতিয়ান বের করার নিয়ম ইত্যাদি বিষয়ে জানতে পারলেন। তো আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url