জন্ম নিবন্ধন প্রত্যেক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট । তো অনেক ব্যক্তি আছে যারা নকল জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন অবৈধ কাজকর্ম করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে তার জন্ম নিবন্ধন সার্টিফিকেট চেক করতে পারবেন সেটি অরজিনাল না ডুবলিকেট।
|
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড |
তো আজকের পোস্টে আমি আলোচনা করব জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড বা অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন এই বিষয়টি।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা online check birth certificate bd প্রক্রিয়া খুবই সহজ যে কেউ তার হাতে থাকলে স্মার্টফোন দিয়ে এটি করতে পারবে।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কিভাবে করবেন ?
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সাল এটি ঠিকভাবে বসিয়ে সার্চ করলে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন ।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করুন
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করার জন্যে যে কোন একটি ব্রাউজারে চলে গিয়ে birth certificate bd লিখে সার্চ করবেন তারপর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি (BDRIS) দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন অথবা আপনারা everify.bdris.gov.bd এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন।
|
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করুণ |
তারপর আপনারা জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই যাচাই করতে পারবেন এর জন্য প্রথমে একটা অপশন দেখতে পাবেন birth registration number তো আপনারা জন্ম নিবন্ধন নাম্বারটি (উদাহরণস্বরূপ 19860915428117351 ) সেখান দিয়ে দিবেন।
|
jonmo nibondhon jachai online |
তারপর আপনারা জন্ম নিবন্ধন যাচাই yyyy mm এই অপশনটি দেখতে পাবেন তো সেখানে আপনারা আগে জন্ম সাল তারপর কোন মাসের জন্য গ্রহণ করেছে সেটি এবং তারিখ দিয়ে দিবেন
তারপর আপনারা যোগফলের ক্যাপচার কোনটি সঠিক ভাবে বসিয়ে দিবেন
সর্বশেষে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন সেখানে আপনার বিভিন্ন তথ্য দেখতে পাবেন। তো এই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য কম্পিউটারের ক্ষেত্রে Ctrl+p টিপে জন্ম নিবন্ধন কার্ড প্রিন্ট করে নিতে পারেন। আর মোবাইল ফোন ব্যবহার করলে আপনার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022
জন্ম নিবন্ধন অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন উপরে বিস্তারিত আলোচনা করলাম। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য https://everify.bdris.gov.bd ক্লিক করবেন বা birth certificate Bangladesh লিখে সার্চ করবেন তারপর প্রথম কার ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। তারপর আপনার জন্ম নিবন্ধন কার্ড নম্বর, date of birth, ক্যাপচা কোড ঠিকমতো বসিয়ে সার্চ এ ক্লিক করবেন তারপর জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখতে পাবেন ডাউনলোড করার জন্য স্ক্রিনশট করে নিতে পারেন অথবা ctrl+p টিপে জন্ম নিবন্ধন যাচাই কপিটি প্রিন্ট করে নিতে পারেন।
জন্ম নিবন্ধন যাচাই apps
প্লে স্টোরে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে নিবন্ধন চেক করতে পারবেনা কিন্তু সমস্যা হল সেগুলো কোন বাংলাদেশ সরকারের অফিশিয়াল কোন অ্যাপস নয় তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট (https://everify.bdris.gov.bd) থেকে জন্ম নিবন্ধন যাচাই করুন।
অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই ওয়েবসাইটে কি কি তথ্য দেওয়া থাকে?
জন্ম নিবন্ধন তথ্য যাচাই ওয়েবসাইটে জন্মনিয়ন্ত্রণ বিষয় সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। যেমন আপনার, আপনার জন্মস্থান, পিতার নাম, মাতার নাম, ঠিকানা আপনার জাতীয়তা কি ইত্যাদি তথ্য দেওয়া থাকে।
জন্ম নিবন্ধন অনলাইন না থাকলে কি করবেন
আপনার প্রিন্ট করা বা হাতে লেখা জন্ম নিবন্ধনের কোন তথ্য অনলাইনে না থাকলে আপনাকে অবশ্যই হাতের লেখা জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম টি জানতে হবে । পুরনো হাতের লেখা জন্ম নিবন্ধন অনেক জায়গায় গ্রহন হচ্ছে না অথবা আপনার জন্ম নিবন্ধন অনলাইনে দেখাচ্ছেনা সে ক্ষেত্রে আপনাদের কে পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে হবে।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
আপনার জন্ম নিবন্ধন যদি হারিয়ে যায় তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার আপনার জন্মের সাল তারিখ দিন ইত্যাদি তথ্য দিয়ে নতুন করে জন্ম নিবন্ধন কার্ড তুলতে পারবেন। এর জন্য আপনাদেরকে ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার জন্ম নিবন্ধন কার্ড যদি হারিয়ে যায় এবং সেখানে নাম্বার যদি আপনি না জানেন তাহলে কোন সমস্যা নাই আপনার জন্মের সাল তারিখ দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নতুন জন্ম নিবন্ধন কার্ড তুলতে পারবেন কারণ জন্ম নিবন্ধন কার্ড এর প্রত্যেকটি কপি ইউনিয়ন পরিষদে জমা থাকে।
হাতের লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম
আপনার হাতের লেখা জন্ম নিবন্ধন কার্ড যদি অনলাইনে শো না করে তাহলে আপনার জন্ম নিবন্ধন টি ডিজিটাল করতে হবে। তো আপনার হাতের লেখা জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে পারেন অথবা আপনার হাতের লেখা জন্ম নিবন্ধন কার্ড টি নিয়ে ইউনিয়ন পরিষদের যোগাযোগ করতে পারেন । সেখানে আপনারা হাতের লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে পারবেন।
তো আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন কিভাবে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে হয়। জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন ইত্যাদি বিষয়
তো জন্ম নিবন্ধন যাচাই নিয়ে এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ।