পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম | পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ

আপনি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন বাংলাদেশ পাসপোর্ট অনলাইন কপি পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন কিন্তু পাসপোর্ট হাতে পাননি ঠিক এরকম অবস্থায় কিন্তু আপনি অনলাইন পাসপোর্ট চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
 
তো আপনার passport হয়েছে কিনা। আপনি পাসপোর্ট কতদিন পর পাবেন অর্থাৎ পাসপোর্ট স্ট্যাটাস চেক খুব সহজেই করতে পারবেন আপনার হাতে থাকায় স্মার্টফোন দিয়ে। 
 
তো আপনি যদি এই আর্টিকেলটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন তাহলে পাসপোর্টের বর্তমান অবস্থা ২০২২ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন।

পাসপোর্ট চেক করতে কি কি লাগবে 

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য দুটো জিনিস আপনাদের ভালো। 
 
•  registration id বা application ID
 
• সঠিক date of birth 

পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ 

আজকের এই আর্টিকেলের পাসপোর্ট চেক করার দুটি উপায়ে আপনাদেরকে বলবো যেকোনো একটি উপায় ফলো করে  অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন! করতে পারবেন। 
অনলাইনে পাসপোর্ট চেক করার প্রথম উপায় : 
প্রথম ধাপ: তো আপনারা সরাসরি passport.gov.bd এই লিঙ্কে ক্লিক করে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর application status এ ক্লিক করবেন। 
 

দ্বিতীয় ধাপ :   তারপর আপনারা প্রথম এ enrollment ID দিয়ে দিবেন পাসপোর্ট অফিসে ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনাদেরকে একটা স্লিপ দিয়েছিল ওই স্লিপে ইনরোলমেন্ট আইডি দেওয়া আছে। 

 
তারপর passport দেওয়া জন্ম তারিখ সাল ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। 
 
তারপর একটি ক্যাপচা কোড দেখতে পাবেন তো ক্যাপচা কোনটা সঠিকভাবে বসাবেন। 
 
তারপর লাস্টে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন।
 

 

তারপর কিন্তু খুব সহজেই অনলাইন পাসপোর্ট চেকিং করতে পারবেন।  এবং আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা কি সেটা জানতে পারবেন।
 
 
অনলাইনে পাসপোর্ট চেক করার দ্বিতীয় উপায় : 
প্রথম ধাপ :  অনলাইন পাসপোর্ট চেক করার আরেকটি সহজ উপায় আছে তো এর জন্য সরাসরি আপনারা https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিঙ্কে ক্লিক করে বাংলাদেশ পাসপোর্ট চেক ওয়েবসাইটে চলে আসবেন তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন।
 

 

দ্বিতীয় ধাপ : তো বাংলাদেশ পাসপোর্ট চেকিং করার জন্য আপনাদেরকে online registration ID বা application ID প্রয়োজন হবে। তো পাসপোর্ট অফিস থেকে দেওয়া স্লিপে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকে তো আপনারা অ্যাপ্লিকেশন আইডি দ্বিতীয় অপশন এ  দিয়ে দিবেন । 
 
তারপর আপনারা পাসপোর্টে দেওয়া জন্ম তারিখ সাল সঠিকভাবে দিবেন। 
 
তারপর i am human অপশনে টিক দিবেন। 
 
তারপর একদম লাস্টে check বাটনে ক্লিক করবেন। 
 
তারপর কিন্তু খুব সহজেই পাসপোর্ট চেকিং করতে পারবেন। আপনার পাসপোর্টটি আসতে কত দিন সময় লাগবে, কি অবস্থায় রয়েছে সবকিছু জানতে পারবেন।
 
 

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম 

আপনারা চাইলেও কিন্তু এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন তো এর জন্য মোবাইলফোনের মেসেজ এর চলে যাবেন  তারপর সেখানে MRP লিখে স্পেস দিবেন তারপর ENROLLMENT ID লিখে 6969 নম্বরে পাঠিয়ে দিবেন।
 
যেমন : 34510000XXXXXXX to 6969

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম  2022

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম এটা বলতে বোঝানো হয়েছে পাসপোর্টে যে application ID সেটির এর মাধ্যমে পাসপোর্ট চেকিং।  তো অ্যাপ্লিকেশন আইডি আপনারা কোথায় পাবেন তো পাসপোর্ট এর অনলাইন কপি যখন পাসপোর্ট অফিসে জমা দিতে গিয়েছিলেন তখন তারা আপনাকে একটি স্লিপ দিয়েছিল ওই স্লিপে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকে।
 
ওই application ID  আইডির মাধ্যমে কিন্তু পাসপোর্ট চেক করতে পারবেন। পাসপোর্ট চেক করার দ্বিতীয় উপায় এ এই বিষয়টি আরো ডিটেইলস এ আলোচনা করলাম। আশাকরি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার উপায় এবিষয়টি বুঝতে পারলেন।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

চলুন তাহলে এবার ই পাসপোর্ট ফি কত এই বিষয়টি বিস্তারিত আলোচনা করি। 
 
 
48 পাতা পাসপোর্ট এবং 5 বছরের মেয়াদী জন্য
 
 • 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি অর্থাৎ regular delivery জন্য 4,025 টাকা।
 
• 10 দিনের মধ্যে দ্রুত ডেলিভারি অর্থাৎ express delivery জন্য 6,325 টাকা।
 
•  2 দিনের মধ্যে খুব দ্রুত ডেলিভারি অর্থ super express delivery জন্য 8,625 টাকা । 
 
48 পাতা পাসপোর্ট এবং 10 বছরের মেয়াদী জন্য
 • 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি অর্থাৎ regular delivery জন্য 5,750 টাকা।
 
• 10 দিনের মধ্যে দ্রুত ডেলিভারি অর্থাৎ express delivery জন্য 8,050 টাকা।
 
• 2 দিনের মধ্যে খুব দ্রুত ডেলিভারি অর্থ super express delivery জন্য 10,350 টাকা।
 
 
64 পাতা পাসপোর্ট এবং 5 বছরের মেয়াদী জন্য
 
• 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি অর্থাৎ regular delivery জন্য 6,325 টাকা।
 
• 10 দিনের মধ্যে দ্রুত ডেলিভারি অর্থাৎ express delivery জন্য 8,625 টাকা।
 
• 2 দিনের মধ্যে খুব দ্রুত ডেলিভারি অর্থ super express delivery জন্য 12,075 টাকা।
 
 
64 পাতা পাসপোর্ট এবং 10 বছরের মেয়াদী জন্য
 
• 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি অর্থাৎ regular delivery জন্য 8,050 টাকা।
 
• 10 দিনের মধ্যে দ্রুত ডেলিভারি অর্থাৎ express delivery জন্য 10,350 টাকা।
 
• 2 দিনের মধ্যে খুব দ্রুত ডেলিভারি অর্থ super express delivery জন্য 13,800 টাকা।
 
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২
 
নতুন পাসপোর্ট কতদিন লাগে হাতে পেতে এই প্রশ্নটিই আপনাদের অনেকের মাথায় ঘুরপাক খায় । তো আপনি পাসপোর্ট আবেদন করার পর আপনার পাসপোর্ট হাতে পেতে সাধারনত 2-21 সময় লাগে।
 
তবে আপনার পাসপোর্ট এ কোন ভুল থাকলে ভেরিফিকেশন পেন্ডিং হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে সময় বেশি লাগে। তবে আপনি যদি সঠিকভাবে পাসপোর্ট ফরম ফিলাপ করেন তাহলে 2-21 দিনের মধ্যে পাসপোর্ট চলে আসে। তবে কিছু ক্ষেত্রে এর থেকে বেশী সময় লাগে।
তো বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক | ই-পাসপোর্ট চেকিং | পাসপোর্ট এর ফি কত ইত্যাদি বিষয়গুলো জানতে পারলেন। 
তো নিজের পাসপোর্ট নিজে চেক এই বিষয় নিয়ে আজকে আর্টিকেল টি আপনাদের কেমন লাগলো অবশ্য নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url