014 কোন সিম | 014 কোন সিমের নাম্বার | 014 which operator in bangladesh

 আপনারা কিন্তু অনেকেই জানেন না 014 কোন সিম এর জন্য আপনারা কিন্তু গুগলে সার্চ করেন 014 number কোন সিমের। তো আজকের আর্টিকেলে 014 কি সিম (014 ki sim) এ বিষয়টি আলোচনা করব । তো আপনারা যদি এই পোস্টটি ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে 014 which operator in bangladesh এই বিষয়টা খুব সহজেই জানতে পারবেন। 

 

014 কোন সিমের নাম্বার

014 কোন সিম

014 কোন সিমের নাম্বার বা 014 কোন সিম তো এর সহজ উত্তর হচ্ছে এটি বাংলালিংক সিমে নতুন সিরিয়াল নম্বর (014 banglalink)। বাংলালিংক হল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি। আমরা জানি 019 হচ্ছে বাংলালিংক এর সিরিয়াল নাম্বার কিন্তু এই কোডটির পাশাপাশি 014 ও হচ্ছে বাংলালিংক এর সিরিয়াল নাম্বার। অর্থাৎ 014 ও 019 হচ্ছে বাংলালিংক সিমের নাম্বার।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক নাম্বার দেখার নিয়ম খুবই সোজা এর জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করবেন *511# তাহলে আপনারা খুব সহজে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কোড

বাংলালিংক টাকা দেখার জন্য আপনাদেরকে *124# এই কোডটি মোবাইলের ডায়াল করে গিয়ে প্রেস করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।

বাংলালিংক এমবি চেক করার কোড

বাংলালিংক সিমে এমবি চেক করার জন্য দুটো কোড রয়েছে । যেকোনো একটি কোড ডায়াল করলে বাংলালিংক এমবি চেক করতে পারবেন। তো এর জন্য মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে * 121 * 1 # অথবা * 5000* 500 #  যেকোনো একটি কোড প্রেস করলে বাংলালিংক এমবি চেক করতে পারবেন।

বাংলালিংক সিমের অফার দেখার নিয়ম

বাংলালিংক অফার কোড হল *444# । এই কোডটি ফোনের ডায়াল অপশন এ গিয়ে গিয়ে ডায়াল করলে বাংলালিংক সিমের অফার চেক করতে পারবেন। 

 

আশা করি আজকের এই আর্টিকেল থেকে 014 kon simবাংলালিংক একাউন্ট চেক 2022 । বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে ইত্যাদি বিষয় জানতে পারলেন। 

 

তো বাংলালিংক সিম নিয়ে অজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url