বর্তমানে চাকরির যা অবস্থা, তাতে চাকরির আশা করে বাড়িতে বসে থাকা সব থেকে বোকামি হবে। তাই শুধুমাত্র চাকরি আশায় না থেকে নিজে কিছু করার চেষ্টা আপনাদেরকে করতে হবে ।
নতুন ব্যবসার আইডিয়া বলতে আমরা সাধারণত বুঝি যে কোন প্রোডাক্ট আপনি নিজে তৈরি করুন বা বা কোথা থেকে জোগাড় করুন তাতে একটা মার্জিন প্রফিট রেখে বাজারে বিক্রি করাই হচ্ছে ব্যবসা বা business
আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান বলি ৭০% startup ব্যর্থ হয় শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু আপনার মধ্যে যদি সঠিক পরিকল্পনা ও dedication থাকে তাহলে স্বল্প পুঁজি দিয়ে বড় কিছু করা সম্ভব।
বর্তমান যুগ হচ্ছে খুবই কম্পিটিশনের যুগ, তাই ব্যবসা শুরু করার আগে ভালো মত রিসার্চ করা খুবই প্রয়োজন।
তো আজকের এ আর্টিকালে বর্তমানে কোন ব্যবসায় লাভ বেশি | নতুন ব্যবসা পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।
এই আর্টিকেলটা যদি আপনি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন তাহলে বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি এ বিষয়ে সম্পূর্ণ ধারণা জানতে পারবেন।
ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে
লাভজনক ব্যবসার আইডিয়া কোনটি তা কতগুলো নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর যেমন
• আপনি যেটি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন সেই প্রোডাক্টটির মার্কেটে চাহিদা কেমন অর্থাৎ প্রোডাক্টের চাহিদা যত বেশি আপনার business গ্রোথ ও তত বেশি হবে, সুতরাং এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে
• business শুরু করার আগে আপনাকে ভাবতে হবে, আপনি যে বিজনেস টি স্টার্ট করতে চাইছেন সেটির আশেপাশে প্রতিযোগিতা কেমন , যত চাহিদা বেশি এবং প্রতিযোগিতা কম হবে তত ব্যবসার বৃদ্ধি ঘটবে।
• ব্যবসায় আপনি কত টাকা বিনিয়োগ বা investment করতে চাইছেন, তার উপর নির্ভর করে আপনাকে বিজনেস নির্বাচন করতে হবে।
• আপনি এমন একটি business শুরু করতে চলেছেন সে বিষয়ে আপনার কোন অভিজ্ঞতা নেই, অর্থাৎ যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে অথবা অভিজ্ঞতা অর্জন করে বিজনেস এ নামুন।
• ব্যবসায় আপনাকে ঝুঁকি নিতেই হবে, রিস্ক না নিলে ব্যবসায় বড় কিছু করতে পারবেন না
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা | Business Idea in Bengali
বর্তমানে পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি | স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা কি কি তার কতগুলো লিস্ট আমরা নিচে আলোচনা করছি –
১. বাচ্চাদের জন্য জুতোর দোকান
জুতার দোকান আশেপাশে সব জায়গাতেই আছে কিন্ত বাচ্চাদের জন্য জুতোর দোকান খুব কমই আছে, এটি ইউনিট একটা বিজনেস, ভবিষ্যতে এর গ্রোথ ও ভালই হবে।
বাচ্চাদের জুতো কিনতে হলে আপনাদেরকে যে কোন একটি জুতোর দোকানে যেতে হয়, কিন্তু সেখানে বাচ্চাদের সব সাইজের জুতো এভেলেবেল থাকেনা, তাই আপনি যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য একটু জুতোর দোকান দেন তাহলে এটি আপনার জন্য একটি profitable business হতে পারে।
২. মোবাইল রিপেয়ারিং দোকান
বর্তমানে মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারব না, আর আপনি যদি একটি মোবাইল রিপেয়ারিং দোকান দেন, তাহলে ভালোমতো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মোবাইল রিপেয়ারিং না জেনে থাকেন, তাহলে তিন বা ছয় মাসের কোর্স করে শিখে নিতে পারবেন।
এবং দোকানে মোবাইল রিপেয়ারিং এর পাশাপাশি হেডফোন, চার্জার ইত্যাদি এক্সেসরিজ রাখতে পারেন।
৩. কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর দোকান
মোবাইলের মত কম্পিউটার রিপেয়ারিং চাহিদাও প্রচুর আছে। আর আপনি যদি কম্পিউটার রিপেয়ারিং জানেন তাহলে বেশি সময় নষ্ট না করে এটির দোকান দিয়ে ব্যবসা শুরু করা উচিত।
কম্পিউটার রিপেয়ারিং না জানা থাকলে, আপনি একটি কোর্স করে এটি শিখে নিবেন, তারপর এই ব্যবসা শুরু করতে পারেন। কম্পিউটার ল্যাপটপ রিপেয়ারিং এর পাশাপাশি এর বিভিন্ন পার্টসগুলো রাখতে পারেন।
৪. পোষা প্রাণীর দোকান এবং খাবার (pet shop and food)
মূলত আমরা যারা শহরাঞ্চলে বসবাস করি, বেশিরভাগ মানুষই একাকীত্ব হীনতায় ভূগী, এর জন্যই অনেকে পাখি, কুকুর, বেড়াল পুষি। তো আপনি যদি এ পোষা প্রাণী ও তাদের খাবার সামগ্রী দোকান যদি আপনার এলাকায় দিন, তাহলে এটি বেশ ভালোই চলবে।
প্রধানত এটি শহরাঞ্চলের জন্য বিজনেস। এই বিজ নেসটি ফিউচারে অনেক গ্রো করার সম্ভাবনা রয়েছে, এটি ইউনিট একটি business
৫. নার্সারি বিজনেস (indoor plant business)
ছাদ বাগান এটি আমাদের অনেকেরই একটি নেশা। এই বিজনেসটা আপনি গ্রাম অঞ্চল ও শহর অঞ্চল সব জায়গায় করতে পারবেন,
আপনি ছোট ছোট চারা গাছ, ফুল ও ফলের বীজ, ইত্যাদি সেখানে রাখতে পারেন।
৭. অনলাইন টিউশন
বর্তমানে অন্যতম fastest growing business তোমরা যারা টিউশন পড়াতে ভালোবাসো তারা অফলাইনের পড়ানোর পাশাপাশি অনলাইন ও পড়ানো শুরু করো, কারণ অনলাইনে প্রচুর সংখ্যক ছাত্র নিয়ে তুমি টিউশন পড়াতে পারবে।
মূলত লক ডাউনের পর থেকে অনলাইন টিউশন বিজনেস প্রসার অনেক বৃদ্ধি পেয়েছে। অনলাইন টিউশন বিজ নেস থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে
৮. খাবার ও রেস্তোরার দোকান
বর্তমানে সব থেকে জনপ্রিয় ব্যবসা হচ্ছে খাবার ও রেস্তোরার দোকান, অনেকের কাছে এটি ছোট মনে হলেও, এ ব্যবসার ভবিষ্যৎ কিন্তু বেশ ভালই।
আপনাকে আপনার দোকানটা সুন্দর করে ডেকোরেশন করে সাজাতে হবে এবং খাবারের গুণগত মান ঠিক রাখতে হবে আর দোকানটা স্কুল কলেজ বা মার্কেটে কাছে দেওয়ার চেষ্টা করতে হবে
৯. হার্ডওয়ার বিজনেস
এই বিজনেসটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আপনার এলাকা তো হার্ডওয়ারের দোকান প্রচুর আছে, কিন্তু তাদের থেকে আপনাকে একটু ইউনিক ভাবে এই দোকানটা দিতে হবে।
আর এই ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটু বেশি ইনভেস্ট এর প্রয়োজন আছে কারণ অন্যদেরকে বিট করে আপনার ব্যবসার অগ্রগতি করতে চাইলে অবশ্যই বেশি করে হার্ডওয়ার সামগ্রিক প্রোডাক্ট রাখতে হবে।
১০. প্লাস্টিকের হোলসেল ব্যাবসা
এ বিজনেস টের কম্পিটিশন তুলনামূলকভাবে একটু কম, আপনার প্রথম কাজ হল প্লাস্টিকের সমস্ত প্রোডাক্ট আপনার দোকানে রাখতে হবে।
তারপর এলাকায় যারা প্লাস্টিকের মাল ফেরি করে বেড়ায় তাদেরকে গিয়ে আপনার ব্যবসার কথা বলতে হবে যাতে তারা আপনার কাছ থেকে মাল নেই এভাবে আপনি আপনার এই ব্যব-সাটির ক্রোধ বাড়াতে পারবেন।।
১১. গিফটের দোকান
বিয়েবাড়ি থেকে শুরু করে কারোর জন্মদিন ইত্যাদির জন্য গিফট দিতেই হবে। আর আপনি যদি এই মুহূর্তে আপনার এলাকায় একটি গিফটের ব্যবসা শুরু করেন , তাহলে এটি আপনার জন্য profitable business হতে পারে।
এর জন্য আপনাকে গিফট সামগ্রী প্রোডাক্ট বেশি করে রাখতে হবে, চাইলে আপনি এটির পাইকারি বিজনেস শুরু করতে পারেন।
১২. বাচ্চাদের খেলনার দোকান ব্যবসা
বাচ্চাদের জন্য খেলনার দোকান এটি ইউনিট একটা বিজ নেস, বাচ্চাদের জন্য সমস্ত খেলনা সমগ্র স্টক করে রেখে আপনি এই ব্যব-সাটি শুরু করতে পারেন।
আপনি প্রচুর কোয়ান্টিটি স্টক রেখে হোলসেল করতে পারেন।
১৩. ইলেকট্রিক দোকান
ইলেকট্রিশিয়ান এর চাহিদা সবসময় রয়েছে, বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্ট, এসি, ফ্রিজ, টিভি, মিকচার মেশিন ইত্যাদি সামগ্রী আপনার দোকানে রেখে এই বিজ নেস টি করতে পারেন অবশ্যই এর জন্য আপনার বেশ ভালো ইনভেস্টমেন্ট এর প্রয়োজন রয়েছে।
১৪. ফার্ণিচার ব্যাবসা
বর্তমানে এটি ট্রেন্ডিং একটি বিজ নেস, বিয়ের বাড়ির জন্য অথবা নিজের জন্য আসবাবপত্র আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। এর জন্য বিভিন্ন ফার্নিচার প্রোডাক্ট যেমন খাট টেবিল সোফা আলমারি চেয়ার ডাইনিং টেবিল ইত্যাদির ব্যবসা শুরু করতে পারেন
১৫. পুরোনো মোবাইল বিক্রির ব্যাবসা
এখন সব থেকে profitable business হচ্ছে পুরনো মোবাইল বিক্রির ব্যবসা। ইউটিউব ফেসবুক খুললে আপনি অ্যাড দেখতে পাবেন second hand mobile sale, তো আপনিও চাইলে এই business করতে পারেন।
১৬. গার্মেন্টস ব্যাবসা
আমাদের প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় জিনিস জামা কাপড় প্যান্ট এগুলো প্রয়োজন আপনি চাইলে আপনার এলাকায় গার্মেন্টস ব্যবসা দিতে পারেন।
এর জন্য আপনাকে অবশ্যই ইউনিক ইউনিক জামা কাপড় রাখতে হবে যেগুলো বর্তমানে চলছে। সব সময় মাথায় রাখবেন অন্যদের থেকে আপনাকে একটু ইউনিক হতে হবে।
১৭. জুতোর ব্যাবসা
জুতার ব্যবসা এই সমস্ত ব্যবসা সারা জীবন চলতে থাকবে শহর অঞ্চল হোক বা গ্রাম অঞ্চলে হোক সব জায়গাতে এই business দেওয়া যেতে পারে। আপনার এলাকায় competition বুঝে এটি দিতে পারেন
১৮. Hair Cutting ব্যাবসা
এটি বর্তমানে ইউনিক একটি ব্যবসা আপনার দোকান কি সুন্দর ভাবে সাজিয়ে, পারলে আপনা আপনি নিজে না পারলে লোক রেখে এ ব্যব-সাটি শুরু করতে পারেন
১৯. কসমেটিক্স পণ্যের ব্যবসা
বিশেষ করে মহিলাদের জন্য কসমেটিক্স খুবই প্রয়োজন, সুতরাং কসমেটিক পণ্যের বিজনেস আপনি আপনার এলাকায় দিতে পারেন
২০. বেকারি ব্যবসা
এটি গ্রামে লাভজনক ব্যবসা , আপনি বিভিন্ন বেকার সামগ্রী প্রোডাক্ট যেমন বিস্কুট কেক ইত্যাদির ব্যবসা দিতে পারেন। গ্রামাঞ্চলে বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা।
উপরে যে business ideas গুলি শেয়ার করলাম সেগুলো বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ন্যূনতম বিনিয়োগ করে অবিলম্বে শুরু করতে পারেন।
তো আপনারা যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে স্মার্ট ব্যবসা আইডিয়া । নতুন ব্যবসা পরিকল্পনা কি কি ইত্যাদি বিষয় জানতে পারলেন।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলি এই নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।