আমরা কিন্তু অনেকেই ইনশাআল্লাহ বা ইনশাল্লাহ (النشاالله) এই শব্দটি শুনেছি। আমাদের কাছে এটি পরিচিত একটি শব্দ, ভবিষ্যতে কোন কাজ করতে যাওয়ার ব্যাপারে মুসলিমরা সাধারণত ইন-শা-আল্লাহ শব্দটি ব্যবহার করে।
তো আজকের এই আর্টিকেলটা যদি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে, ইনশাআল্লাহ অর্থ কি । ইনশাআল্লাহ সঠিক উচ্চারণ কি হবে। ইনশাআল্লাহ কখন বলতে হয় ইত্যাদি বিষয় গুলো জানতে পারবেন।
চলুন তাহলে, inshallah অর্থ কি (inshallah ortho ki) এ বিষয়টি নিম্নে আলোচনা করি
ইনশাআল্লাহ অর্থ কি | inshallah bangla
বহুল ব্যবহৃত ইন-শা-আল্লাহ শব্দটি কুরআন থেকে এসেছে, যেখানে এটি ব্যবহৃত হয় ভবিষ্যত কোন কাজ করতে যাওয়ার ব্যাপার এ । ১৮ তম সূরায় (অধ্যায়), আল-কাহফ, নবী মুহাম্মদকে প্রতিশ্রুতি দেওয়ার সময় inshallah শব্দ টি ব্যবহার করার জন্য ২৩-২৪ আয়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে “যদি আল্লাহ চান” বা “আল্লাহর ইচ্ছাগত”
inshaallah তিনটি শব্দ মিলে তৈরি হয়েছে
• ইন যার অর্থ হল যদি
• শা যার অর্থ হল চাওয়া
• আর আল্লাহ মানে আল্লাহ।
ইনশাআল্লাহ মানে কি | in sha allah meaning in bengali
ইন শা আল্লাহ (In sha Allah) এই তিনটি শব্দ নিয়ে ইনশাআল্লাহ শব্দটি গঠিত হয়েছে। যার বাংলা অর্থ হচ্ছে “আল্লাহ যদি চান”। তাহলে আপনারা হয়তো বুঝতে পারলেন inshallah মানে কি।
ইনশাআল্লাহ কখন বলতে হয়
ভবিষ্যতে কোন কাজ করতে যাওয়ার আগে বা ভবিষ্যতে কোন কাজ করার ইচ্ছা প্রকাশের আগে ইনশাআল্লাহ বলে, কাজটা যেন সুন্দর এবং যথাযথভাবে হয় সেজন্য আল্লাহর উপর ভরসা করে। যেমন, ইন শা আল্লাহ আগামীকাল ঢাকায় যাব, অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে আমি কাল ঢাকায় যাব। এসব ক্ষেত্রে inshallah বলা উত্তম এবং সওয়াব এর কাজ।
কাজটা যেন অবশ্যই বৈধ হয়। কোন খারাপ কাজ করার ক্ষেত্রে কখনোই ইন শা আল্লাহ বলা যাবে না, যেমন চুরি, ডাকাতি ইত্যাদি।
ইনশাআল্লাহ লেখার নিয়ম | ইনশাআল্লাহ in English
ইংরেজিতে ইনশাআল্লাহ লেখার নিয়ম হলো in sha Allah, যারা অন্যভাবে এটি লিখতেন তারা আজ থেকে in sha Allah এভাবে লিখবেন।
অনেকেই মনে করে inshallah লেখা এভাবে কখনো ঠিক নয় যার অর্থ হল আল্লাহকে সৃষ্টি করা (নাউজুবিল্লাহ) ।
ইনশাআল্লাহ সঠিক বানান কি
ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ্ কোন টি বলা ঠিক এই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত রয়েছে। যদিও এই দুটি লিখলে অর্থ কোনো পরিবর্তন হবে না। ইনশাআল্লাহ কেও যদি বলে তাহলে তাজবিদ ছাড়া বললো। আর ইংশাআল্লাহ্ বললে সে তাজবিদ অনুযায়ী বলল। ইংশাআল্লাহ্ – এটি বলাই ঠিক
তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে, ইনশাআল্লাহ অর্থ কি । inshallah lekhar niyom । ইনশাআল্লাহ এর জবাব কি বলতে হয় ইত্যাদি বিষয়গুলো জানতে পারলেন ।
ইনশাআল্লাহ এর অর্থ কি এই নিয়ে আজকের আর্টিকেলটা কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।।