সৌদি আরবের ভালো কোম্পানি নাম 2025 ও তাদের ভিসা ও বেতন কত

সৌদি আরবের ভালো কোম্পানি নাম – বর্তমানে প্রচুর সংখ্যক ছেলে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছে। তারা অনেকেই সৌদি যাওয়ার জন্য চিন্তাভাবনা করে, কারণ সৌদি সৌদি আরব একটি ধনী রাষ্ট্র।

কিন্তু আমরা অনেকেই সৌদি গিয়ে ভালো কাজ পাই না এর জন্য আপনাদেরকে আগে ভালো করে সৌদি আরবের কোম্পানি নাম গুলো জেনে নিতে হবে অর্থাৎ সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত সমস্ত কিছু জেনে ভিসার জন্য আবেদন করতে হবে।

তো আপনারা যদি আজকের এই ব্লগ পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে সৌদি আরবের কোম্পানি নাম কি কি । সৌদি আরবে কোন কাজের বেতন বেশিসৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত ইত্যাদি বিষয় জানতে পারবেন।

সৌদি আরবের কোম্পানি নাম 2025

সৌদি আরবে প্রচুর ভালো ভালো কোম্পানির রয়েছে, এর জন্য আপনাকে একটু যাচাই করতে হবে। ভিসা সৌদি আরবের কোম্পানি নাম গুলো নিচে আলোচনা করলাম, যদি ওসব কোম্পানিতে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসেন তাহলে আপনার বেতন বা ছুটি এসব নিয়ে ভাবতেই হবে না।

১. Almarai Company :

এটি সৌদি আরবের জনপ্রিয় একটি ফুড কোম্পানি, এরা মূলত দুধ, পানীয়, বাটার, চিজ, ঘি, মধু, জুস  ইত্যাদি সব খাবার তৈরি করে। এই কোম্পানি তার এমপ্লয়ীদের বেশ ভালই বেতন ও খাবার প্রোভাইড করে।

২. Aramco Company :

এরামকো কোম্পানি সৌদি আরব তথা বিশ্বের  অন্যতম বড় একটি তেল ও গ্যাস কোম্পানি। এই কোম্পানিতে যদি কাজ পেয়ে যান তাহলে বেতন নিয়ে ভাবতে হবে না।

৩. Red Sea Global Company :

Saudi arab এর জনপ্রিয় একটি রিয়েল এস্টেট কোম্পানি, এরা বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং, হোটেল, পর্যটন কেন্দ্র ইত্যাদি নিয়ে কাজ করে।

৪. Saudi Airlines Company :

সৌদি আরব এয়ারলাইন্স এ জব, যেমন এয়ারপোর্টে বিভিন্ন ধরনের কাজ ইত্যাদি। 

৫. SPIMACO Company :

৫. SPIMACO Company : 

এটি সৌদি আরবের উচ্চমানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। 

৬. STC Company :

এটি জনপ্রিয় একটা টেলিকম কোম্পানি এটি সৌদি বিদেশেও এর ব্যবসা ছড়িয়ে রয়েছে। 

৭. Banking Company :

সৌদি আরবের কিছু জনপ্রিয় ব্যাংকিং কোম্পানি হল Riyad Bank, The Saudi National Bank ও Alrajhi Bank ইত্যাদি। এইসব জায়গায় কাজ পেয়ে গেলে থাকা খাওয়া সহ মাস গেলে ভালোই টাকা ইনকাম করতে পারবেন। 

৮. Saudi Electricity Company :

এটি বড় বিদ্যুৎ কোম্পানি। এরা বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করে। 

৯.  Ma’aden Company :

এটি সৌদি আরবের বৃহত্তম খনি কোম্পানি। বিভিন্ন ধরনের খনি উত্তরণ করে যেমন ম্যাগনেসিয়াম, তামা ইত্যাদি।

১০. Al fahd company :

এই কোম্পানিতে রোড ক্লিনার হসপিটাল ক্লিনার পদে পদে পশুর সংখ্যা লোক নিয়োগ করে।

সৌদি আরবের কোন কাজের চাহিদা বেশি 

যেসব কাজের চাহিদা সৌদি আরবে বেশি সেগুলি হল, বিল্ডিং কন্সট্রাকশন শ্রমিক, যারা কাঠের কাজ ভালো জানেন সেখানে গিয়ে আপনারা এই কাজ করতে পারেন, পেইন্ট অর্থাৎ যারা রং করে তাদেরও প্রচুর চাহিদা, এছাড়া সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, অফিস হোটেল, হসপিটালে সার্ভিস স্টাফ হিসেবে কাজ করতে পারেন, 

এছাড়া ড্রাইভিং, ডেলিভারি বয়, রান্নার কাজ, সিকিউরিটি, এসব কাজের চাহিদা সৌদি আরবে বেশ ভালোই আছে। এগুলোর মধ্যে যে কোন একটি স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই একটি ভাল কাজ পেয়ে যাবেন। 

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি 2025

কিছু কিছু কাজ আছে যেগুলি আপনার জানা থাকলে সৌদি আরবে প্রচুর টাকা ইনকাম করতে পারবে যেমন, ইলেকট্রিশিয়ান, বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক, অটোমোবাইল অর্থাৎ গাড়ি মেরামত বা তৈরি কাজে, পেইন্টার, হাউসকিপিং ইত্যাদি। এসব কাজের চাহিদা প্রচুর আছে এবং বেতনও বেশি

আশা করি আজকের এই আর্টিকেল থেকে সৌদি আরবের ভালো কোম্পানি নাম কি ।  সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কতসৌদি আরবের বর্তমান কাজের অবস্থা কি ইত্যাদি বিষয় জানতে পারলেন।

সৌদি আরবের কোম্পানির নাম কি এ নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment