সৌদি আরবে কোন কাজের বেতন বেশি ২০২৫

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি – বর্তমানে দেশে বেকারত্ব সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই আমরা কিছু উপার্জনের আশায় সৌদি আরব যাওয়ার চিন্তা-ভাবনা করি। এছাড়া অনেকেই সৌদি আরবে গিয়ে কাজ করে, সৌদি আরবের গেলেই যে আপনি ভাল কাজ পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম নয়।

অনেকেই আছে যারা সৌদি আরবে গিয়ে বেকার বসে আছে অর্থাৎ তারা ভালোভাবে যাচাই-বাছাই না করে দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে বেকার বসে আছে , অর্থাৎ দালালরা যে কাজ দেয়ার কথা বলেছিল সৌদি আরবে এসে আপনাকে অন্য কাজ করতে হচ্ছে।

এরকমটা প্রচুর লোকের সঙ্গে হয়ে থাকে। তাই আপনাকে ভালোভাবে যাচাই করে, জেনে বুঝে তারপর এখানে আসতে হবে। প্রশ্ন হচ্ছে আপনাকে আগে জানতে হবে সৌদি আরবে কোন কাজ ভালো অথবা সৌদি আরবে কোন কাজে কত বেতন এ বিষয়টি ।

তো আপনারা যদি আজকের এই আর্টিকেলটি ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি । সৌদি আরবের বেসিক বেতন কত । সৌদি আরব কোন ভিসা ভালো ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। চলুন তাহলে জেনে নেই সৌদি আরবে কোন কাজ ভালো ও বেতন কত।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি ২০২৫

সৌদি আরব যাওয়ার আগে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আগে জানতে হবে সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত এ বিষয়টি। তারপর সে কাজটি শিখে সৌদি তে আসতে হবে, আর কাজ না শিখে সৌদি আসলে আপনার জন্য ভালো টাকা ইনকাম করা খুব চ্যালেঞ্জিং বা কঠিন হয়ে যাবে। সৌদি আরবে বেতন কত বেশি কোন কাজে সেগুলি হল।

          • ইলেকট্রিকের কাজ

          • রান্নার কাজ

          • রংয়ের কাজ

          • মার্বেল ও টাইলস মিস্ত্রি কাজ

          • এসি ও ফ্রিজ মেকানিক

          • গাড়ি মেরামতের কাজ

          • ড্রাইভিং

          • জিপসাম বোর্ড

          • প্লাম্বার

সৌদি আরবে কোন কাজে কত বেতন

ক্রমিক সংখ্যাকাজের নামবেতন (রিয়াল)
ইলেকট্রিশিয়ান১৩০০ - ১৮০০
কনস্ট্রাকশন শ্রমিক১০০০ - ১৩০০
ক্লিনার১০০০ - ১৩০০
গাড়ি মেকানিক১৪০০ - ১৮০০
ড্রাইভিং১৪০০ - ২০০০
মার্বেল টাইলস মিস্ত্রি১৩০০ - ১৭০০
রঙের কাজে১৩০০ - ১৭০০
রেস্টুরেন্ট ওয়ার্কার্স১২০০ - ১৫০০
হোটেল ওয়ার্কার্স১৩০০ - ১৭০০
১০এসি মেকানিক১৩০০ - ১৭০০

সৌদি আরবে ইলেকট্রিক কাজের বেতন কত

বর্তমানে Saudi arab এ ইলেকট্রিশিয়ান এর চাহিদা প্রচুর রয়েছে। আপনি যদি নতুন কোম্পানিতে জয়েন করেন তাহলে মোটামুটি ১৩০০ – ১৮০০ রিয়াল প্রতিমাসে ইনকাম করতে পারবেন, এছাড়া আপনি যদি পুরনো হয়ে যান অর্থাৎ ঐখানে অনেকদিন ধরে যদি এই কাজ করেন তাহলে আপনার বেতন মাসে ১৮০০ – ৩০০০ রিয়াল পর্যন্ত হয়।

সৌদি আরব প্লাম্বার কাজের বেতন কত

এসব কাজ করার জন্য, অপনার ভালো মতো অভিজ্ঞতা থাকা লাগবে। আপনি যদি এই কাজ শিখে সৌদী তে আসেন তাইলে প্রাথমিক অবস্থায় মোটামুটি ১৪০০ – ১৮০০ রিয়াল প্রতি মাসে ইনকাম করতে পারবেন, তবে অভিজ্ঞতা বেশি হলে এর থেকে আরও ইনকাম বেশি হবে। আসা করি সৌদি আরব প্লাম্বার কাজের বেতন কত এই বিষয় টি জানতে পারলেন।

সৌদি আরব ক্লিনার ভিসা বেতন কত

সৌদী আরবে ক্লিনার কাজের বেতন তুলনামূলকভাবে একটু কম, তবে ওভারটাইম করে ইনকাম প্রতি মাসে মোটামুটি ১০০০ – ১৪০০ রিয়াল পর্যন্ত ইনকাম করা যায়।

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত

বর্তমানে Saudi arab এ সব থেকে চাহিদা সম্পন্ন একটি কাজ হল ড্রাইভিং এবং এর কাজের বেতনও অনেক।  বিশেষ করে, ট্রাক বা বড় গাড়ি ড্রাইভারদের বেতন মোটামুটি ১৫০০ – ২০০০ রিয়াল হয়।

সৌদি আরবের হোটেল ভিসা বেতন কত

সৌদী আরব এ আবাসিক হোটেলে অনেক ধরনের কাজ রয়েছে, যেমন ওয়েটার, ক্লিনার, রিসেপশনিস্ট ইত্যাদি তবে হোটেল ভিসায় আপনারা প্রতি মাসে আনুমান ১৩০০ – ১৭০০ পর্যন্ত ইনকাম করা যায়। তবে অনেকদিন ধরে কাজ করলে বেতন আরো বেশি হয়।

সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত

Saudi arab এ সর্বনিম্ন বেতন কত এটা বলা খুব কঠিন, তবে আপনি প্রতি মাসে কম করে হলেও ৮০০ রিয়ালের উপর ইনকাম করতে পারবেন। প্রতিমাসে ৮০০ রিয়ালের নিচে ইনকাম করার ব্যক্তির সংখ্যা খুবই কম।

তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে সৌদি আরবে কোন কাজের বেতন বেশিসৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কতআল বাইক রেস্টুরেন্ট সৌদি আরব বেতন কতসৌদি আরব কোন ভিসা ভালো ইত্যাদি বিষয়ে জানতে পারলেন।

সৌদি আরবে বেতন কত এই নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment