দোয়া হলো ইসলামে একটি স্বতন্ত্র ইবাদত। যে করার জন্য আপনি দোয়া চাইতেই পারেন দোয়াে চাওয়া অবশ্যই ভালো কাজ।
আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে মা বাবা আত্মীয়-স্বজনের জন্য অনেকেই দোয়া চায় এছাড়া জীবনের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়ার আগে দোয়া চাই, তো কেউ দোয়া চাইলে কি বলতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না।
তো আজকের আর্টিকেল টা যদি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে, কারো জন্য দোয়া করলে কি বলতে হয় । কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি ইত্যাদি বিষয় হলো জানতে পারবেন।
কেউ দোয়া চাইলে কি বলতে হয় | keo dua chaile ki bolte hoi
একজন মুসলমান ব্যক্তি হিসেব আপনার সব সময় আল্লাহকে স্মরণ করা উচিত। আল্লাহর কাছে সব সময় ইবাদত করা উচিত। রাস্তাঘাটে মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে পরস্পর সালাম বিনিময় করবেন মোসাফাহা করবেন। কাউকে বিদায় জানালে আল্লাহ হাফেজ।
কেউ দোয়া চাইলে আপনি যেটা বলবেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন না তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন।
আবার পরস্পর দেখা-সাক্ষাৎ হলে একে অপরের নিকট দোয়া চায়, সুস্থতা কামনা করে । সেক্ষেত্রে কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের শিখিয়েছেন।
আর একে অপরের জন্য দোয়া করা বা সুস্থতা কামনা করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। এ কারণে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাজে সালাম আদান-প্রদানের, মোসাফাহা জন্য জোর তাগিদ দিয়েছেন। কেননা সালামেও পরস্পরের জন্য দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা জায়।
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা একবার তাঁকে নিয়ে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাঁর জন্য দোয়া করার কথা করেন। এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্য যেভাবে দোয়া করেন তা নিম্নে বর্ণনা করা হলো।
” ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﺜِﺮْ ﻣَﺎ ﻟَﻪُ ﻭَ ﻭَﻟَﺪَﻩُ ﻭَ ﺍَﻃِﻞْ ﻋُﻤْﺮَﻩُ ﻭَﺍﻏْﻔِﺮْﻟَﻪُ ﻭَ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻪُ ﻓِﻴْﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻪُ “
উচ্চারণ : “আল্লাহুম্মাকছির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্বিল ও’মরাহু ওয়াগফিরলাহু ওয়া বারিকলাহু ফিমা রাযাক্বতাহু”
অর্থ : ‘হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান, ও বয়স বেশি করে দিন। আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন।
কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি
আমার জন্য একটু দোয়া করবেন এর উত্তরে অনেকে বলে ফি আমানিল্লাহ অর্থাৎ কেউ দোয়া চাইলে বেশিরভাগ মানুষ ই বলে ফি আমানিল্লাহ বলে ।
তবে ফি আমানিল্লাহ যাবে কি না ? ফি আমানিল্লাহ বলা কি ঠিক এর উত্তরে অনেক বড় বড় ইসলামিক স্কলার তারা বলেছেন ফি আমানিল্লাহ কোনো দলিল হাদিসে নাই।
কেউ দোয়া করলে কি বলতে হয় | কারো জন্য দোয়া করার নিয়ম
দোয়া হলো ইবাদত । মানুষ একে অপরের কাছে দোয়া চাই তার সুস্থতা ও তার কল্যাণ কামনার জন্য । তো কারো জন্য দোয়া করলে কি বলতে হয় সেই দোয়াটা উপরে আলোচনা করলাম । অর্থাৎ কেউ তোমার চাইলে ওই দোয়া টি বলবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী শিখানো এ দোয়ার মাধ্যমে দোয়া কামনা কারীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করার বেশি বেশি করে তৌফিক দান করুন আমীন।
আশা করি আজকের এই আর্টিকেল থেকে দোয়া চাইলে কি বলতে হয় । ফি আমানিল্লাহ এর অর্থ কি ইত্যাদি বিষয়টি জানতে পারলেন।
আজকের এই আর্টিকেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।