আপনি যদি একজন ধার্ম প্রাণ মুসলিম ব্যাক্তি হন তাহলে মাশাল্লাহ শব্দটি বলেছেন বা যে কারো মুখ থেকে শুনেছেন। কিন্তু কিন্তু মাশাআল্লাহ অর্থ কি এটা হয়তো জানেন না।
আপনারা যখন কোন ভাল বা সুন্দর জিনিস দেখেন যেটি আপনার খুবই পছন্দ এবং প্রশংসার যোগ্য তখন কিন্তু আপনারা মা শা আল্লাহ বলেন।
কিন্তু আপনারা অনেকে মাশাআল্লাহ এর বাংলা অর্থ কি সেটা জানেন না। তো আপনারা যদি আজকের এই পোস্টটি সম্পন্ন করেন তাহলে মাশাআল্লাহ এর অর্থ কি | মাশাআল্লাহ সঠিক বানান । মাশাআল্লাহ মানে কি (mashallah mane ki) এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন।
চলুন তাহলে mashallah অর্থ কি এটি জেনে নিই
মাশাআল্লাহ অর্থ কি | mashallah meaning bangla
মা শা আল্লাহ এটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো, মহান আল্লাহ তাআলা যেমনটি চেয়েছেন বা আল্লাহু যা ইচ্ছা করেন।
কোন ভালো কাজ বা সুন্দর কোন জিনিস দেখলে মা শা আল্লাহ পড়া হয়। এজন্য অন্যের ভালো বিষয় বা উন্নতি দেখলে অবশ্যই mashallah বলবেন, এর মাধ্যমে ওই জিনিসটি অন্যের বদ নজর থেকে রক্ষা পায়।
মাশাআল্লাহ মানে কি | mashallah bangla
মাশাল্লাহ (ما شاء الله) শব্দটি বহুল প্রচলিত একটি আরবি শব্দ। মাশাল্লাহ দোয়া জাতীয় একটি বাক্য, রাসুল সাঃ এটি পবিত্র কুরআনে ব্যবহার করেছেন, যার অর্থ হল আল্লাহ যেমন চেয়েছেন, এটি সাধারণত তৃপ্তি, আনন্দ, প্রশংসা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
মাশাআল্লাহ সঠিক বানান
মাশাল্লাহ বা মাশাআল্লাহ আপনি যেভাবে লিখেন না কেন প্রত্যেকটির অর্থ কিন্তু একই, কিন্তু বেশিরভাগ জন মাশাআল্লাহ বানান এভাবে লিখে।
মাশাআল্লাহ কখন বলতে হয়
√. যখন আমরা ভালো বা সুন্দর কোন কিছু দেখি তখন তার প্রশংসা করার জন্য mashallah বলি
√. কারোর সফলতা দেখলে অবশ্যই মাশাল্লা বলি।
√. সুন্দর কিছু দেখলে আমরা এটি বলি
যেমন,
• মাশাল্লাহ, বাচ্চাটি অনেক সুন্দর।
• মাশাল্লাহ তোমার ছেলে পড়াশুনায় অনেক ভালো ।
• মাশাল্লাহ জায়গাটি অনেক সুন্দর ।
মাশাআল্লাহ বলার ফজিলত
চলুন তাহলে জেনে নিই মাশাআল্লাহ কেন বলতে হয়
কারোর বদ নজর এড়াতে চাইলে মাশাল্লাহ বলা উচিত, কারণ শয়তান ক্ষতি করতে পারে না, বরং উপকর হয়, এছাড়া মহান আল্লাহতালার প্রশংসা করাই এটি এবাদত ও হয়ে যায়।
কেননা অনেক সময় বদ নজরের ঘটনা ঘটে এছাড়া হাদিসে উল্লেখ আছে বদ নজর সম্পর্কে বিভ্রান্ত হবেন না। তাই আমাদের মাশাল্লাহ বলা উচিত অর্থাৎ আল্লাহ যেটি চান।
মাশাআল্লাহ এর উত্তর কি বলতে হয়
কেউ যদি আপনাকে মাশাল্লাহ বলে তার উত্তরে আপনি জাযাকাল্লাহু খায়রান বলতে পারেন যার অর্থ হল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
এছাড়া এর উত্তরে যদি আপনারা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলেন তাহলে উভয়ের প্রশংসা আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য ও বরকতময় হয়।
তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে মাশাআল্লাহ উত্তর কি হবে । কেউ মাশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয় এইসব বিষয়গুলি জানতে পারলেন।
mashallah artho ki এই নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।