জাজাকাল্লাহ খাইরান অর্থ কি – আপনি যখন তার ভালো সুন্দর অথবা পছন্দনিও নিয়ে কোন কাজ করেন, তাহলে অধিকাংশ মুসলমান কিন্তু বলে জাযাকাল্লাহ খাইরান।
এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই ধন্যবাদ বা thank you বলে থাকেন কিন্তু, ইসলামের দৃষ্টিতে এটি বলা ঠিক না।
কিন্তু আমরা এটির অর্থ কি । জাজাকাল্লাহ খাইরান কখন বলতে হয় । জাযাকাল্লাহু খাইরান এর বিপরীতে কি বলতে হয় এইসব কিন্তু কিছু জানি না।
যদি আপনি ধৈর্য ধরে আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়েন তাহলে জাযাকাল্লাহ অর্থ কি (Jazakallah Khayran meaning in bengali) এবং এটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
চলুন তাহলে বেশি কথা না বলে, jazakallah khairan er ortho ki এটি জেনে নিই।
জাযাকাল্লাহ খাইরান এর অর্থ কি | Jazakallah Khayran meaning in bangla
এটি একটি আরবি শব্দ। এটি সম্পূর্ণ বাংলা অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। জাযাকাল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তোমাকে প্রতিদান দিক, খইরন শব্দের অর্থ কল্যাণ।
যখন কোন মানুষের উপকার করবেন সে ব্যক্তির আপনার জন্য দোয়া করা উচিত অর্থাৎ জাযাকাল্লাহ খাইরান এটি বলা উচিত। এটির ভেতরে কিন্তু অসংখ্য কল্যাণের দোয়া লুকিয়ে আছে।
জাযাকাল্লাহ খাইরান এর মানে কি | Jazakallah Khayran mane ki
বেশিরভাগ মুসলমান এই শব্দটি ব্যবহার করেন, যার মানে হল “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন”
কোন মানুষের উপকার করলে বা সাহায্য করলে সে ব্যক্তি thnak you বা ধন্যবাদ বলে কৃতজ্ঞতা প্রকাশ করে , কিন্তু ইসলামিক নিয়মে এটা বলা ঠিক না Jazakallah Khayran বলা উচিত।
জাযাকাল্লাহ খাইরান আরবি কি
এটির অর্থ কি আমরা উপরে জানলাম এবার আমরা জানবো Jazakallah Khayran এর আরবি কি । এটির আরবি হল جزاك اللهُ خيرً
জাজাকাল্লাহ খাইরান কখন বলতে হয়
পরিবার বন্ধু বান্ধব এছাড়া সকল মুসলমান ভাই দেরকে ধন্যবাদ জানাতে জাজাকাল্লাহ খাইরান বলুন।
যে ব্যক্তি আপনাকে সাহায্য করে তাকে উত্তম প্রতিদান দেন, যদি সে সামর্থ্য না থাকে তাহলে তার জন্য দোয়া করুন।
আমাদের সমাজে যে উপকার করলে বাংলায় ধন্যবাদ এবং ইংরেজিতে থ্যাংক ইউ বলি, এতে কৃতজ্ঞতা প্রকাশ হলেও জন্য কোন দোয়া হয় না। সেজন্য এই মুহূর্তে আমাদের প্রত্যেকের বলা উচিত জাযাকাল্লাহু খাইরান।
যেমন ,
১. জাযাকাল্লাহু খাইরান কলমটি দেওয়ার জন্য।
২. জাযাকাল্লাহু খাইরান আমাকে পরামর্শ দেওয়ার জন্য
৩. জাযাকাল্লাহ খাইরান আমাকে সাহায্য করার জন্য।
জাজাকাল্লাহ খাইরান বলার নিয়ম
এটি বলার একটু নিয়ম আছে। ছেলে এবং মেয়ের বলার ক্ষেত্রে এর একটু পার্থক্য রয়েছে যেমন
উপকারী যদি ছেলে হয় তাহলে তাকে জাযাকাল্লাহু খাইরান বলবেন।
আর উপকারী যদি মেয়ে হয় অর্থাৎ কোন মহিলাকে সম্বোধন করলে বলতে হবে জাযাকিল্লাহ খয়রান।
জাযাকাল্লাহ খাইরান এর উত্তর কি বলতে হয়
জাযাকাল্লাহ খাইরান এর প্রতি উত্তরে কি বলতে হয় সেটিও আপনারা অনেকেই জানেন না। কেউ আপনাকে জাযাকাল্লাহ-খাইরান বললে তার উত্তরে ওয়া-ইয়্যাক বলবেন।
তো বন্ধুরা, আশা করি আজকের এই আর্টিকেল থেকে জাযাকাল্লাহ খাইরান ? এর অর্থ কি ইত্যাদি বিষয়ে জানতে পেরেছেন।
Jazakallah Khayran bangla নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মন্তব্য করে জানাতে পারেন ধন্যবাদ।