সব সিমের নাম্বার দেখার কোড | সব সিমের নাম্বার চেক কোড | all sim number check code bd 2023

সব সিমের নাম্বার দেখার কোড
সব সিমের নাম্বার দেখার কোড

আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি আর মোবাইল ফোন ব্যবহার করলে তোর সিম কার্ড লাগবে। বাংলাদেশে অনেক টেলিকম কোম্পানি রয়েছে তাদের সিম কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো অনেক সময় আমাদের নিজের সিমের নাম্বার জানিনা সেক্ষেত্রে আমাদেরকে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয় । তো সকল সিমের নাম্বার দেখার কোড গুলি কি বা সকল সিমের প্রয়োজনীয় কোড 2022 ইত্যাদি বিষয়ে আলোচনা করব।

সব সিমের নাম্বার দেখার কোড 2022

আপনারা যদি এই আর্টিকেলটি সম্পন্ন পড়েন তাহলে খুব  সহজে সব সিমের নাম্বার দেখার কোড বা নিয়ম জানতে পারবেন। চলুন তাহলে সিমের নাম্বার দেখার নিয়ম গুলি যেনে নিয়।

রবি সিমের নাম্বার দেখার নিয়ম  :

  রবি সিমের নাম্বার দেখার উপায় খুবই সহজ আপনারা প্রত্যেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন। আপনার মোবাইলের রবি সিম থেকে *140*2*4# এটি ডায়াল করলে আপনারা রবি সিমের নাম্বার চেক করতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার কোড : *140*2*4#

 

এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম :

 এয়ারটেল নাম্বার দেখার উপায় হল আপনারা ওই সিম থেকে *2# ডায়াল করবেন এটি না কাজ করলে *121*7*3# করবেন তাহলে  আপনারা খুব সহজেই এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার দেখার : *2# অথবা *121*7*3#

 

বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম  :

বাংলালিংক নাম্বার চেক করতে গেলে আপনারা ওই সিম থেকে *511#  ডায়াল করলে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড : *511#

 

গ্রামীণ সিমের নাম্বার দেখার নিয়ম : 

গ্রামীন নাম্বার দেখার কোড হল *2# । আপনার ফোন থেকে এটি ডায়াল করলে গ্রামীন সিমের নাম্বার চেক করতে পারবেন। 

গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার কোড : *2#

টেলিটক সিমের নাম্বার দেখার উপায় : 

 টেলিটক সিমের নাম্বার দেখার কোড বা উপাই হলো ফোনের  ডায়াল প্যাড এ টেলিটক সিম থেকে *551#  টেলিটক সিমের নাম্বার  দেখতে পাবেন। 

 টেলিটক সিমের নাম্বার দেখার কোড : *551# 

 

আশা করি আপনারা আজকের আর্টিকেল থেকে সিম নাম্বার চেক  বা সকল সিমের নাম্বার দেখার কোড গুলো জানতে পারলেন । 

Leave a Comment