আস্তাগফিরুল্লাহ অর্থ কি | আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয়

 আস্তাগফিরুল্লাহ অর্থ কি – আস্তাগফিরুল্লাহ এই শব্দটা কিন্তু আমরা সব সময় বলে থাকি, কিন্তু এর অর্থ কি । আস্তাগফিরুল্লাহ এর ফজিলত । আস্তাগফিরুল্লাহ দোয়া কখন পড়তে হয়, এই সমস্ত বিষয় কিন্তু আমরা অনেকেই জানিনা।

গুনাহ থেকে ক্ষমা প্রার্থনার জন্য যেসব দোয়া গুলি আমরা বলি তার মধ্যে এটি একটি অন্যতম। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন মহান আল্লাহতালার কাছে একনিষ্ঠচিন্তে ক্ষমা প্রার্থনা করলে, মহান আল্লাহ তা ক্ষমা করে।

তো আজকের আর্টিকেলটা যদি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন তাহলে আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি (astaghfirullah bangla)আস্তাগফিরুল্লাহ এর উপকারিতা কি এ সমস্ত বিষয়গুলো জানতে পারবেন।

চলুন তাহলে বেশি কথা না বলে, আস্তাগফিরুল্লাহ মানে কি (astaghfirullah mane ki) এটি যেনে নিই।

আস্তাগফিরুল্লাহ অর্থ কি | astaghfirullah meaning bangla

এটি একটি আরবি শব্দ যার অর্থ হল “হে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি”

আমরা অনেক সময় ভুল খারাপ বা পাপ কাজ করে ফেলি, সেজন্য আমাদের উচিত আল্লাহতালার কাছে তওবা করা বা ক্ষমা প্রার্থনা করা।

এত বাবা ক্ষমা প্রার্থনার জন্য, হাদিস ও কোরআন এর তথ্য মতে অনেক দোয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি দোয়া হল আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয়

astaghfirullah অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও , এটি আপনি যখন ইচ্ছা যতবার পড়তে পারেন। এটি পড়ার কোন সময় সীমা নাই, তবে আপনি অবশ্যই অন্তর থেকে পড়বেন।

পাপ করলে বা খারাপ কাজ করলে যখন ইচ্ছা যতবার ইচ্ছা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া উচিত।

আস্তাগফিরুল্লাহ পড়ার নিয়ম

নবী যে রাসূল সাঃ বলেছেন কেউ যদি ফজর, মাগরিব ওরে তারপর তিনবার করে “আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি”     পড়েন তাহলে তার সাগর ফেনাতুল্য যদি পাপ থাকে তাও মহান আল্লাহতালা ক্ষমা করে দিবে।  সুতরাং আমাদের বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া উচিত।

আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত

আস্তাগফিরুল্লাহ এর উপকারিতা হলো অর্থাৎ ইস্তেগফার এর ফজিলত নিম্নে আলোচনা করা হলো।

১. অধিক ইস্তেগফার কারণে প্রচুর বৃষ্টি হয়, শস্য ভালো ফসল হয়, নদী নালা খাল বিল থাকে জীবিত।

২. যারা প্রতিনিয়ত Astaghfirullah পড়ে তাদের রিযিক নিয়ে কোন টেনশন হয় না।

৩. যাদের ছেলে মেয়ে নাই বা ছেলে মেয়ে ভালো হয় নাই আল্লাহ তায়ালা তাদেরকে নেক সন্তান দিয়ে শক্তিশালী করবেন।

৪. প্রত্যেক সংকটের সময় আল্লাহ তা’আলা তাঁর রাস্তা প্রশস্ত করে দেবেন।

৫. এটি বেশি বেশি করে পড়লে দুশ্চিন্তা দূর করে দেন মহান আল্লাহ তায়ালা।

৬. নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহর নৈকট্য লাভ করবেন।

৭. এটি বেশি বেশি করে পড়লে আপনার দিন পালন সহজ হয়ে যায়।

তো বন্ধুরা আশা করি আজকের এই পোস্ট থেকে আস্তাগফিরুল্লাহ দোয়া অর্থ কি (astaghfirullah full dua in bangla)আস্তাগফিরুল্লাহ মানে কি (astaghfirullah in bangla) । আস্তাগফিরুল্লাহ ফজিলত ইত্যাদি বিষয় জানতে পারলেন।

astaghfirullah bangla artho ki এই নিয়ে আজকের ব্লগ পোস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনি মন্তব্য করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment