আমরা দৈনিক বেশ কিছু শব্দ বলে থাকি যেমন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইনশাল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি, কিন্তু সুবহানাল্লাহ অর্থ কি। সুবহানাল্লাহ বললে কি হয় এগুলো অনেকেই জানেন না ।
তাই আজকের এই ব্লগ পোষ্ট যদি আপনি সম্পূর্ণ পড়েন তাহলে সুবহান আল্লাহ অর্থ কি। সুবহানাল্লাহ সঠিক বানান। সুবহানাল্লাহ বলার ফজিলত ইত্যাদী বিষয় জানতে পারবেন।
চলুন তাহলে subhan allah bangla ortho ki এটি জেনে নিই ।
সুবহানাল্লাহ অর্থ কি | subhan allah meaning in bengali
সুবহানাল্লাহ (سُبْحَانَ اللهِ) এটি একটি আরবি শব্দ যা ইসলাম ধর্মে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ দুটি শব্দ নিয়ে গঠিত।
• প্রথমটি হচ্ছে “সুবহান” যার অর্থ হলো পবিত্র বা “মহান”
• আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ
অর্থাৎ সুব-হানাল্লাহ শব্দের অর্থ হলো “আল্লাহ পবিত্র” অর্থাৎ আল্লাহর মহিমার প্রশংসা করা।
সুবহানাল্লাহ সঠিক বানান
সুবহান-আল্লাহ বা সুবহানাল্লাহ কোনটি ঠিক এই নিয়ে নিয়ে অনেকের প্রশ্ন থেকে যায়। দুটোর মধ্যে আপনি যেটা য় লিখেন না কেন , এর অর্থ কিন্তু একই, সমস্ত পবিত্রতা আল্লাহর।
সুবহানাল্লাহ কখন বলতে হয়
সুবহানাল্লাহ জায়গায় অনেকেই আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এটা ঠিক নয়, Subhan allah কখন বলতে হয় আসুন জেনে নিই,
সুবহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আশ্চর্যজনকভাবে কোনো ভালো কাজ হতে দেখলে সুবাহানাল্লাহ বলবেন। যেমন, সুবহান আল্লাহ ! গোটা বাড়িতে পুড়ে গেলেও কোরআন শরীফের কিচ্ছু হয়নি।
অর্থাৎ কোন কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান তাহলে সুবহানাল্লাহ বলবেন।
• ভালো ভালো কথা শোনার পর অবশ্যই Subhan allah বলবেন
• উপর থেকে নিচে নামার সময় Subhan-allah বলবেন।
• আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর সৃষ্টি দেখিয়া সুবহানাল্লাহ বলতে হয়।
• আল্লাহতাআলার দয়া ও রহমতের কথা শোনার পর অবশ্যই Subhan-allah বলবেন বলবেন
সুবহানাল্লাহ বলার ফজিলত
সুবহা-নাল্লাহ এই শব্দটি ফজিলত সম্পর্কে বিশ্বনবী (সাঃ) হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন
যে ব্যক্তি সকালে সূর্যোদয়ের আগে এবং বিকেলে সূর্যোদয়ের পরে একশ বার যদি সুবহানাল্লাহ পড়লে, কিয়ামতে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে উপস্থিত হবে।অর্থাৎ ১০০ বার সুবহানাল্লাহ পড়লে, তার আমলনামায় আল্লাহতালার পক্ষ থেকে ১০০০ নাকি লিপিবদ্ধ হয়ে যায়। এটি বললে আসমান এবং জমিনের মাঝে খালি জায়গা টা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়।
তাহলে ১০০ বার সুবহানাল্লাহ বলার ফজিলত কত গুরুত্বপূর্ণ সেটা জানতে পারলেন।
আসা করি, আজকের এই আর্টিকেল থেকে সুবহানাল্লাহ মানে কি (subhan allah bangla) | সুবহানাল্লাহ এর উত্তরে কি বলতে হয় | সুবহানাল্লাহ সঠিক বানান ইত্যাদি বিষয়ে হলে জানতে পারলে।
subhan allah ortho ki নিয়ে আজকের এই লেখাটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।