ফি আমানিল্লাহ এ নামটি আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু ফি আমানিল্লাহ এর অর্থ কি এটি কোথায় ব্যবহার করা হয়, এটি কেন ব্যবহার করা হয়, এটি বলা কি ঠিক এগুলো কিন্তু আমরা অনেকেই জানিনা।
তাই আজকের এই আর্টিকেলে ফি আমানিল্লাহ এর অর্থ কী | ফি আমানিল্লাহ বলা কি বেদআত ? ফি আমানিল্লাহ বলা যাবে কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।
আপনি যদি ফি আমানিল্লাহ এর জবাবে কি বলতে হয় (fi amanillah reply in bangla) এ সমস্ত বিষয় নিয়ে জানতে চান তাহলে আজকের পোষ্ট টি সম্পূর্ণ পড়া চেষ্টা করুন।
ফি আমানিল্লাহ এর অর্থ কি | fi amanillah bangla
ফি আমানিল্লাহ في امان الله এটা মূলত আরবি শব্দ । এইখানে মূলত তিনটি শব্দ রয়েছে। এই তিনটি শব্দ নিয়েই ফি আমানিল্লাহ শব্দটি তৈরি হয়েছে।
• ফি এর অর্থ (মধ্যে) । এখানে অর্থ হবে (য়) ।
• আমানুন অর্থ নিরাপত্তা
• আল্লাহ
অর্থ : আল্লাহর নিরাপত্তা বা আল্লাহ নিরাপত্তা দিন। অর্থাৎ একজন ব্যক্তি মহান আল্লাহতালা কাছে নিরাপত্তা কামনা করা।
ফি আমানিল্লাহ এর বাংলা অর্থ কি | fi amanillah meaning bangla
এটির বাংলা অর্থ হল আপনাকে আল্লাহর নিরাপত্তাই দিয়ে দিলাম । তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন। অর্থাৎ নিরাপত্তা দোয়া হিসেবে এটি ব্যবহৃত হয়। মূলত একে অপরকে বিদায় জানাতে এটি ব্যবহার করে,
ফি আমানিল্লাহ কেন বলা হয় ?
• আপনারা অনেক সময় ফি-আমানিল্লাহ এই শব্দটি শুনতে পাবেন কিন্তু কেন বলা হয়, এটা অনেকেই জানেনা, চলুন তাহলে জেনে নেই এটি কেন বলা হয়
• স্বাভাবিক যেকোনো দোয়ার উদ্দেশ্যে এটি অনেকেই বলে থাকেন।
• এছাড়া অনেকেই কোন জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে তার নিরাপত্তার জন্য ফি-আমানিল্লাহ বলে
• এটিকে অনেকে বিপদ-আপদের দোয়া বলে অর্থাৎ বিপদ-আপদে দোয়া হিসাবে এটি ব্যবহৃত হয়।
• এছাড়া আমরা কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ বলে থাকি।
ফি আমানিল্লাহ ইংরেজি কি
ফি আমানিল্লাহ ইংরেজি কোন অর্থ নেই তবে উপরে আলোচনা করলাম, আল্লাহতালার কাছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি বলে, একি অপরকে বিদায় জানাতে এটি বলে।
ফি আমানিল্লাহ বলা যাবে কি | কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি
আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগে, ফি আমানিল্লাহ বলা কি বেদআত ? এর উত্তরে অনেক বড় করে ইসলামিক স্কলার তারা বলেছেন ফি আমানিল্লাহ শব্দটি হাদিসে নাই । তবে এটি বলা ঠিক নয় বা এটি বললে বেদাত হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয়।
আশা করি আজকের এই আর্টিকেল থেকে ফি Fi Amanillah অর্থ কি । কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি না ইত্যাদি বিশ্ব জানতে পারলেন।
ফি-আমানিল্লাহ মানে কি ইত্যাদী বিষয় নিয়ে আজকের পোস্ট পড়ে কেমন লাগলো, অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।