কনটেন্ট কি | কনটেন্ট কত প্রকার ও কি কি

কনটেন্ট এই নামটা আপনার কমবেশি প্রায় প্রত্যেকে শুনেছেন। এ কনটেন্ট এর মাধ্যমে ব্যক্তিরা বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ করতে পারে। এ কনটেন্ট এর অর্থ হলো দর্শকদের সাথে কানেক্ট করা বা মানুষদেরকে ব্যবহারিক তথ্য প্রদান করা। আর কনটেন্ট মূলত মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয় ।

তো আজকের এই ব্লগ পোস্টটি যদি ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে কনটেন্ট কিকনটেন্ট কথার অর্থ কিকনটেন্ট কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয় জানতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে কনটেন্ট কী এটি জেনে নিই।

কনটেন্ট কি | content ki

কনটেন্ট বলতে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় থাকা বিষয়বস্তু বা তথ্য কে কন্টেন্ট বলে। এটি লেখা, ছবি, অডিও, ভিডিও বা এর সংমিশ্রণে যেকোনো তথ্য হতে পারে। অর্থাৎ ব্যবহারকারী দর্শকদের কাছে  টেক্সট, ফটো,ভিডিও, অডিও ইত্যাদির মাধ্যমে তথ্য প্রদান কে কনটেন্ট বলে।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ওতপ্রথা ভাবে জড়িত কারণ কন-টেন্ট মার্কেটিং করেই আপনি আপনার বিজনেস কে প্রচার করতে পারবেন সুতরাং মার্কেটিং এর জন্য কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

কনটেন্ট অর্থ কি |  content অর্থ কি | Content meaning in Bengali

কনটেন্ট বলতে বোঝায় তথ্য বা উপাদান যেটি দর্শকদেরকে খুব সহজে আকৃষ্ট বা প্রভাবিত করতে পারে। হতে পারে টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে। ব্যবসার প্রচার ও প্রসার বাড়ানোর জন্য মূলত কনটেন্ট মার্কেটিং এর প্রয়োজন হয়। যেটি বর্তমানে বহুল প্রচলিত।

কন্টেন্ট রাইটিং কি

কন্টেন্ট রাইটিং হলো মার্কেটিং এর জন্য পরিকল্পনা রচনা বা তথ্য লেখা। ব্লগ পোস্ট, ভিডিও স্ক্রিপ, ইমেইল লেখা, নিউজ লেটার ইত্যাদি সব কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে।

অর্থাৎ আপনারা যে আমার লেখাটি পড়ছেন এটা হচ্ছে কন্টেন্ট, আর আমি এই লেখাটা লিখছি এটা হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু লিখে দিলে হয়ে  যায় না, আগে ভালো করে রিসার্চ করে, সুন্দর করে সাজিয়ে, কন্ট্যান্ট রাইটিং করতে হয়।

কনটেন্ট কত প্রকার ও কি কি

কনটেন্ট অনেক ধরনের হয় যেগুলো বিস্তারিত নিচে আলোচনা করলো

১. ভিডিও কনটেন্ট (Video content) :

ইউটিউব ফেসবুক বা যে কোন সোশ্যাল মিডিয়ায় ভিডিও কনটেন্টের মাধ্যমে আপনার ব্রান্ড বা প্রোডাক্ট কে খুব সহজে দর্শকদের নিয়ে যেতে পারবেন।  আপনারা ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও দেখতে পারেন সেগুলো কিন্তু ভিডিও কনটেন্ট। যারা উদ্দেশ্য থাকে ব্যবসার গ্রোথ বাড়ানো বা অর্থ উপার্জন করা।

২. টেক্সট কনটেন্ট (texted content) :

ওয়েব সাইটে বিভিন্ন তথ্য শেয়ার করে, সেটি কে দর্শকদের কাছে উপস্থাপন করি এটাই হচ্ছে টেক্সট কন্টেন্ট। আরে টেক্সট কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রোডাক্টকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন।

৩. ইমেজ কনটেন্ট (image content) :

ইমেজ কন্টেন্ট হলো ছবির উপর যেকোনো তথ্য লিখে সেটা দর্শক বা ব্যবহারকারীদের আকৃষ্ট করা। বর্তমানে ব্যবসার প্রসার বাড়ানোর জন্য ইমেজ কনটেন্ট মার্কেটিং প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আপনার চারপাশে যে কোন দেয়ালে যে অ্যাড গুলো দেখতে পান সেটাই হচ্ছে ইমেজ কন্টেন।

৪. স্টোরি কনটেন্ট (story content) :

স্টোরি কন-টেন্ট হচ্ছে, যেকোনো বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়ে সেটা যে কোন সোশ্যাল মিডিয়ার স্টোরিতে আপলোড করা যেটির মাধ্যমে প্রচুর সংখ্যক মানুষের কাছে সেই বার্তাটি যেন পৌঁছাতে পারে। এটি এক ধরনের ব্যবসায়িক মার্কেটিং।

কনটেন্ট তৈরির নিয়ম | কনটেন্ট তৈরি করতে কি কি লাগে

কনটেন্ট তৈরি করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট বানাতে চান। যদি আপনি ভিডিও কনটেন্ট বানাতে চান তাহলে, যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও কনটেন্ট বানাবেন সে বিষয়টি আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে, তারপর সেটি সম্পর্কে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করতে হবে।

আর টেক্সট কন্টেন্ট এর ক্ষেত্রে, ওয়েবসাইটে আপনাকে লেখালেখি করতে হবে এর জন্য আপনি যে বিষয়টি লিখবেন সে বিষয়টি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে অর্থাৎ সেটি সম্পর্কে আপনাকে ধারণা নিয়ে তবে লিখতে হবে । এই যে আমারে ব্লগ পোস্টটি পড়ছেন এটাও কিন্তু এক ধরনের টেক্সট কনটেন্ট।

আর ইমেজ কন্টেন একটু আলাদা এইখানে ছবির উপর আপনাকে লিখতে হবে, যে তথ্যটি আপনি দর্শকদের কে দেখাতে চাইছেন সেটি একটি ছবির উপর লিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন facebook instagram, twitter ইত্যাদিতে পোস্ট করতে হবে।

তো এইভাবে আপনারা কনটেন্ট তৈরি করে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন।

আমরা যে ধরনের কনটেন্ট বানাতে পারি বলে ভাবছি সেটা আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে তারপর ভালো ভালো কনটেন্ট বানাতে পারবেন।

তো বন্ধুরা, আশা করি আজকের এই আর্টিকেল থেকে কনটেন্ট কথার অর্থ কিকনটেন্ট তৈরি করতে কি কি লাগেcontains অর্থ কি ইত্যাদি বিষয় জানতে পারলাম

content ki bangla এই নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment