সৌদি ভিসা চেক অনলাইন 2025 | সৌদি ভিসা চেক করার লিংক | saudi visa check online

সৌদি ভিসা চেক অনলাইন – আমরা অনেকেই কাজের সুত্রে, হজের উদ্দেশ্যে বা অন্য কোন কারণে আমরা সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সৌদি আরবে যেতে হলে আপনাকে সৌদি ভিসার জন্য আবেদন করতে হবে।

যারা অলরেডি সৌদি ভিসার জন্য আবেদন করেছেন বা ভিসা হাতে পেয়ে গেছেন, কিন্তু আপনার এই ভিসাটি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা জানার জন্য ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করতে হবে।

তো আপনি যদি এই ব্লগ পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে নতুন নিয়মে সৌদি ভিসা চেক কিভাবে করবেন ।  পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক।  পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার করার নিয়ম কি ইত্যাদি বিষয় আজকের এই আর্টিকেল আলোচনা করব।

সৌদি ভিসা চেক করার পদ্ধতি | saudi visa kivabe check korbo

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য আপনাকে visa.mofa.gov.sa এই ওয়েবসাইটে আসতে হবে আপনারা চাইলে www.mofa.gov.sa visa checking এটি লিখে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটে যেতে পারেন।

অথবা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে আপনারা সরাসরি https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন।

তারপর Find Applicant Data ফর্ম দেখতে পাবেন  অনলাইনে ভিসা চেক ওই ফর্মটা ফিলাপ করবেন। কিভাবে ফিলাপ করবেন সেটা নিচে আরো বিস্তারিত আলোচনা করা হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

প্রথম ধাপ : 

প্রথমে আপনারা https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এ লিংকে ক্লিক করে MOFA ওয়েবসাইটে চলে যাবেন তারপর।

১. আপনাদেরকে আগে ভাষা সিলেট করতে হবে আপনারা আরবি ভাষা দেখতে পাবেন সেটাকে চেঞ্জ করে ইংলিশ ভাষা সিলেট করতে হবে। এর জন্য আপনারা ডান দিকের কোনায় থ্রি লাইন অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইংলিশ লেখা একটু অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই ভাষা আরবি থেকে ইংরেজিতে সিলেট হয়ে যাবে ।

সৌদি ভিসা চেক অনলাইন

২. তারপর আপনারা নিচে দেওয়া ঠিক এরকম একটি ফর্ম দেখতে পাবেন ।

সৌদি ভিসা চেক অনলাইনতারপর সৌদি ভিসা চেক অনলাইন করার জন্য প্রথমে Passport number দিতে হবে তো আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

৩. ঠিক তারপরের যে অপশনটি আছে সেখানে Curent nationality আপনাকে দিতে হবে সেখানে আপনারা Bangladesh সিলেট করবেন।

৪. আপনার কোন ধরনের ভিসা অর্থাৎ Visa type কি সেটা আপনারা দিয়ে দিবেন অর্থাৎ কোন ধরনের  ভিসার জন্য আপনি আবেদন করেছেন, কি ভিসায সৌদি যেতে চান সেটি সিলেক্ট করবেন।

৫. আর Visa issuing authority তে অবশ্যই ঢাকা সিলেক্ট করবেন কারন আপনি বাংলাদেশ থেকে যেতে চান।

৬. তারপর পাশে থাকা ছবিতে যে কোডটা দেখতে পাবেন সেটা Image code অপশনে বসিয়ে দিবেন।

দিয়ে সার্চ অপশনে আপনার ক্লিক করবেন। তারপর আপনার ছবিসহ অ্যাপ্লিকেশন কপিটা দেখতে পাবেন। ভিসা সঠিকভাবে আবেদন করা হয়েছে কিনা সমস্ত কিছু দেখতে পারবেন।  চাইলে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারেন এবং সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে সেটি কপি করে নিবেন ।

দ্বিতীয় ধাপ : 

১. তারপর আপনারা সরাসরি visa.mofa.gov.sa ওয়েবসাইটে চলে যাবেন অথবা সরাসরি আপনারা https://visa.mofa.gov.sa/ এই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন।

২. তারপর আরো আর একটি ফর্ম দেখতে পাবেন সে ফর্মটি ফিলাপ করে নিবেন প্রথমে Inquiry type  অপশনে Visa Application Number এটি সিলেক্ট করে নিবেন। এই নম্বর টা আমরা আগে কপি করে নিয়েছি।

পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক

২. তারপর কপি করা ওই এপ্লিকেশন নাম্বারটা দ্বিতীয় অপশনে দিয়ে দিবেন।

৩. তৃতীয় অপশনে আপনার Passport Number তা বসিয়ে দিবেন।

৪. সবশেষে আপনারা পাশে থাকা ক্যাপচা দেখে ফাঁকা ঘরে বসিয়ে দিবেন।

দিয়ে আপনারা Search বাটনে ক্লিক করবেন।

তারপর আপনার ভিসাটি সঠিকভাবে issu হয়েছে কিনা তার সম্পূর্ণ তথ্য আপনারা দেখতে পাবেন। যেমন আপনার নাম, আপনার ন্যাশনালিটি, জন্মতারিখ, থানা জেলা, কোথা থেকে আপনি আবেদন করেছেন সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পাবেন।

সৌদি ভিসা চেক অনলাইন বি পাসপোর্ট নম্বর দিয়ে কিভাবে করবেন এ বিষয়টি বুঝতে পারলেন।

সৌদি ভিসা চেক করার লিংক কি ?

 mofa.gov.sa এই ওয়েবসাইটে গিয়ে আপনি Saudi ভিসা চেক করতে পারবেন। নতুন নিয়মে সৌদি ভিসা চেক কিভাবে করবেন সেটা উপরে বিস্তারিত আলোচনা করলাম।

তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সৌদি ভিসা চেক  কিভাবে করবেন এ বিষয়টি বুঝতে পারলেন।

Saudi visa check online এই নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে নিজের মতামত জানাতে পারেন ধন্যবাদ।।

Leave a Comment