দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস | ফ্রি টাকা ইনকাম ২০২৫

বর্তমানে এই ডিজিটাল যুগে ঘরে বসে ইনকাম করার উপায় অনেক রয়েছে। বর্তমানে অনলাইনে ইনকাম করা খুবই একটা কঠিন নয়। আপনিও চাইলে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ।

বর্তমানে যুগ কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে টাকা উপার্জন করার পদ্ধতি ও পাল্টে যাচ্ছে। আগে , ফ্রি টাকা ইনকাম করার জন্য বাড়ির বাইরে গিয়ে শারীরিক কঠোর পরিশ্রম করতে হতো, কিন্তু এখন সময় বদলে গেছে আপনি ঘরে বসে ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

তো আপনারা যদি আজকের এই আর্টিকেল ধৈর্য ধরে সম্পন্ন পড়েন তাহলে ফ্রি টাকা ইনকাম ২০২৫প্রতিদিন ১০০০ টাকা ইনকাম কিভাবে করবেন । অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপস এগুলো কি কি ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম | free income kivabe korbo

চলুন তাহলে ফ্রি টাকা ইনকাম করার উপায় গুলো জেনে নিন

১. ব্লগ ওয়েবসাই বানিয়ে টাকা ইনকাম

ফ্রিতে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে, আমার মত সবথেকে বেস্ট উপায় হল  ব্লগ ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করা। আপনি নিশ্চয় আমার এই আর্টিকেলটি পড়ছেন তার মধ্যে কয়েকটি অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাডে কেউ ক্লিক করলে আমার আরনিং হচ্ছে।

তো আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে ফ্রি ব্লক ওয়েবসাইট বানিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। ব্লক সাইট বানানোর জন্য কিছু ইনভেস্ট এর প্রয়োজন , প্রাথমিক অবস্থায় আপনি একটিমাত্র ডোমেন কিনে ব্লগার থেকে ওয়েবসাইট বানিয়ে taka income করতে পারবেন। ইনভেস্ট বলতে ডোমেইন এর দাম ৭০০ – ৮০০ টাকা।

২. ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম

বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জন করার একটি জনপ্রিয় মাধ্যম হল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর যে একটি সেক্টর যদি আপনি ভালোভাবে শিখে নেন (ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মারকেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি ) তাহলে আপনি বেশ ভালো টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকা জরুরি।

যেমন ধরুন আপনি, ফ্রিল্যান্সিং এর একটি সেক্টর ডিজিটাল মার্কেটিং শিখেছেন, এটি থেকে ইনকাম করার জন্য fiver, Upwork, freelancer.com ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে জব সার্চ করতে হবে।

৩. নিজের ফটো বিক্রি করে ইনকাম

আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন তাহলে আপনার ফটো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।

যে সমস্ত জায়গায় আপনি আপনার সুন্দর ফটো বিক্রি করতে পারবেন সেগুলো হল Shutterstock, Adobe Stock, Getty Images, iStock, ইত্যাদি।

৪. ইউটিউবিং করে ইনকাম

আপনি যদি ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারেন, ইউটিউবিং করাতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে, আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারবেন।

কিন্তু সমস্যা হইলো, ইউটিউবিং করা এটা অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তবে হ্যাঁ আপনার মধ্যে যদি নতুনত্ব ব্যাপার থাকে তাহলে একটা চ্যানেল খুলে ভিডিও ছেড়ে taka income করতে পারবেন।

৫. Facebook থেকে ইনকাম

ফেসবুক থেকে আপনি অনেক রকম ভাবে income করতে পারবেন, তার মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হলো youtube এর মত ফেসবুক এ ভিডিও পোস্ট করে ইনকাম করতে পারবে।

এর জন্য আপনাকে একটি ফেসবুক পেজ তারপর সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, তারপর আপনার ভিডিও যেরকম ভিউ হবে ছেলে হবে আপনি আর্নিং করতে পারবেন।

এছাড়া আপনি ফেসবুকে যে কারোর প্রোডাক্ট বিভিন্ন গ্রুপে অথবা মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে পারবেন । এই বিষয়টি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং

৬. ড্রপ শিপিং

বর্তমানে অনলাইনে ইনকাম করার জনপ্রিয় একটি অনলাইন বিজনেস হচ্ছে ড্রপ শিপিং । এই বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, প্রডাক্ট স্টক না করে আপনি বিজনেস করতে পারবেন।

অর্থাৎ আপনাকে তৃতীয় ব্যক্তির মত কাজ করতে হয়। আপনি ক্রেতার কাছ অর্ডার নিয়ে সাপ্লাইয়ের কাছে কথা নেই, সেই অর্ডার দিবে, আপনাকে কমিশন দিবে। এতে বিনিয়োগের কোন প্রয়োজন হয় না।

৭. কনটেন্ট রাইটিং

আপনি যদি লেখালেখি করতে ভালবাসবেন, তাহলে লিখে টাকা ইনকাম করতে পারবে। এজন্য অনেক ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবেন, শেষ গ্রুপে অনেকে কনটেন্ট রাইটার হায়ারের জন্য পোস্ট করে, এভাবে তাদের ওই বিষয়ে একটি লিখে অর্থ উপার্জন করতে পারবে।

এছাড়া গুগলে content writer hiring লিখে সার্চ করবেন, দেখবেন অনেক ওয়েবসাইট রয়েছে, তোদের ওয়েবসাইটে আপনার লেখা পোস্ট করে অর্থ উপার্জন করতে পারবেন, আপনি চাইলে বাংলাও লিখতে পারবেন।

দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস

এবার আমরা জানবো বিভিন্ন টাকা ইনকাম করা অ্যাপস (inkam apps) থেকে মোটামুটি প্রতিদিন ১০০০ টাকা ইনকাম কিভাবে করবেন, চলুন তাহলে ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এ বিষয়গুলো জেনে নিন।

i.  Daily Taka – প্রতিদিন ইনকাম

এই অ্যাপসটি থেকে আপনি প্রতিদিন বেশ ভালোই আর্নিং করতে পারবেন। এর জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে Daily Taka লিখে সার্চ করবেন, তারপর ডেইলি টাকা অ্যাপসটি ডাউনলোড করে নাম ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন

তারপর আপনারা প্রতিদিন গেম খেলে, বিভিন্ন ছোট ছোট টাক্স রয়েছে সেগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। এছাড়া এই অ্যাপসটি কাউকে রেফার করেও প্রতিদিন free taka income করতে পারবেন।

ii. Daraz

বাংলাদেশের একটি জনপ্রিয় শপিং অ্যাপস হলো দারাজ, তো এইখানে আপনি একাউন্ট খুলে তাদের পণ্য আপনি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।

এর জন্য আপনাকে দারাজ ওয়েবসাইটে গিয় অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে পণ্যটা আপনি বিক্রি করতে চাইছেন সেই পণ্যটার এফিলিয়েট লিংক তৈরি করতে হবে এবং সেই লিংক থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে তাহলে আপনি টাকা উপার্জন করতে পারবেন এবং ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট নিতে পারবেন।

iii. Foodpanda

এটিও বাংলাদেশের একটি জনপ্রিয় অ্যাপস। ঘরে বসে যে কোন খাবার অনলাইনে অর্ডার করা যায়, এই অ্যাপসের মাধ্যমে, আপনিও চাইলে আপনার রান্না করা খাবার এটির মাধ্যমে বিক্রি করে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন ।

এর জন্য আপনাকে ফুডপান্ডা এপপ্স বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর আপনি যে যে খাবারগুলো বিক্রি করতে চান সে খাবারগুলোর লিস্ট ওইখানে তৈরি করবেন, তারপর এই এপ্স থেকে আপনার ওই খাবারগুলো যদি কেউ অর্ডার করে তাহলে আপনি ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

iv. Meesho App 

অনলাইন থেকে যেকোনো জিনিস অর্ডার করার একটি জনপ্রিয় অ্যাপ হল meesho , এইখানে আপনি কম দামে পণ্য কেনার পাশাপাশি , এখান থেকে পণ্য কিনে ফেসবুকে মাধ্যমে বিক্রি করে আর্নিং করতে পারবেন।

Meesho তে একাউন্ট তৈরি করতে হবে, তারপর নাম ফোন ঠিকানা ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক ভাবে সাবমিট করবেন, যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান সেই প্রোডাক্ট এর লিংকটা কপি করবেন , এবং ওই ফটোগুলা ডাউনলোড করবেন তারপর ফেসবুক মার্কেটপ্লেস নামে একটা অপশন রয়েছে সেখানে ওই meesho থেকে ডাউনলোড করা ফটোগুলো আপলোড করবেন এবং কত দামা বিক্রি করতে চান সেটা লিখবেন।

এরপর কারো পছন্দ হলে আপনাকে ফেসবুকে প্রডাক্ট টি কেনার জন্য ম্যাসেজ করবে, আপনি জাস্ট তাদের ঠিকানা গুলো নিয়ে নিবেন, তারপর মেসো থেকে ওই ঠিকানায় আপনি প্রোডাক্টটা অর্ডার করে দিবেন , কিছুদিন পর আপনার একাউন্টে কমিশন ঢুকে যাবে। এটি জনপ্রিয় একটি ফ্রি টাকা ইনকাম apps ।

• Swagbucks

এটি হল জনপ্রিয় ফ্রি টাকা ইনকাম আপ্প , এই অ্যাপসটি ডাউনলোড করে অথবা ওয়েব সাইটে একাউন্ট করে বিভিন্ন ধরনের গেম খেলে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়া এতে থাকা বিভিন্ন সার্ভে করে free income করতে পারবেন।

• অ্যাড দেখে টাকা ইনকাম App

বর্তমান সময়ে অনেক অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাড দেখে বেশ ভালোই ইনকাম করতে পারবেন, যেসব অ্যাপ বা ওয়েবসাইট থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো হল, swagbucks, ysense, mypoints ইত্যাদি।

তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, এসব অ্যাপ বা ওয়েবসাইটের কোন ঠিক ঠিকানা থাকে না, যখন ইচ্ছা তখন বন্ধ হয়ে যেতে পারে বা টাকা দেওয়া বন্ধ করে দিতে পারে সুতরাং অ্যাপ বা ওয়েবসাইট থেকে ভিডিও দেখে , অ্যাড দেখে, গেম খেলে এই ধরনের ইনকাম কখনোই পার্মানেন্ট ইনকাম সোর্স হতে পারে না

ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

আমি উপরে অনেকগুলো income apps আলোচনা করলাম, যে সমস্ত অ্যাপস থেকে অর্থ কামিয়ে করে খুব সহজে বিকাশ রকেট নগদ ইত্যাদি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে, ফ্রিতে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় । ডেইলি ৫০০ টাকা ইনকাম কিভাবে করবো। মোবাইল দিয়ে টাকা ইনকাম করবো কিভাবে। প্রতিদিন 100 টাকা ইনকাম করার উপায় কি ইত্যাদি বিষয় জানতে পারলে। 

ফ্রিতে টাকা ইনকাম (Daily 500 taka income apps)  নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্স এ কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ। 

Leave a Comment