আমরা কথা বলার সময়, অনেকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলে থাকি, এগুলো হলো ইসলামের সৌন্দর্য। যে ব্যাক্তি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, সেটি খাওয়ার সময় হোক বা অন্য কোন সময় হোক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। হাদিসে আল হাম দুলিল্লাহকে সবচেয়ে উত্তম বা বড় দোয়া বলা হয়েছে।
কিন্তু আলহামদুলিল্লাহ অর্থ কি । আলহামদুলিল্লাহ বললে কি বলতে হয় এইগুলো জানিনা।
তো আজকের ব্লগ পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ মানে কি । আলহামদুলিল্লাহ অর্থ ও ফজিলত ইত্যাদি বিষয়ক জানতে পারবেন।
চলুন তাহলে আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ কি এটি যেনে নিয়
আলহামদুলিল্লাহ অর্থ কি | alhamdulillah meaning in bengali
আলহামদুলিল্লাহ এটি একটি আরবি শব্দ। alhamdulillah দুটি শব্দ মিলে তৈরি করেছে।
প্রথমটি
• “আল হামদু” যেটির অর্থ হলো “প্রশংসা” অর্থাৎ আরবিতে কোন কিছু প্রশংসা বা সম্মান জানাতে ব্যবহৃত হয়।
• “লিল্লাহ” যেটির অর্থ হল আল্লাহর জন্য।
অর্থাৎ আলহামদুলিল্লাহ এর অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য।
আলহামদুলিল্লাহ অর্থ কি ইংরেজি
আলহাম-দুলিল্লাহ এটি একটি আরবি শব্দ যার উচ্চারণ আল-হাম-দু-লিল-লাহ । আলহামদুলিল্লাহ ইংরেজি কি তাহলে এর উত্তর হবে alhamdulillah
আলহামদুলিল্লাহ কখন বলতে হয় | alhamdulillah kokhon bolte hoy
• আমরা অনেকেই যখন তখন আল হামদুলিল্লাহ বলি, কিন্তু কখন এটি বলা উচিত সেটা আমরা অনেকেই জানিনা।
• প্রধানত যখন আমরা খুশির সংবাদ শুনতে পাই তখন আল-হামদুলিল্লাহ বলতে হয়।
• কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন , তাহলে বলতে পারেন আল-হামদুলিল্লাহ ভালই আছি.।
• এছাড়াও হাঁচি দিলে আমাদের সকলের al hamdulillah বলা উচিত।
আলহামদুলিল্লাহ বললে কি বলতে হয় | alhamdulillah bolle ki bolte hoy
চলুন তাহলে আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হয় সেটি জেনে নিই
কেও হাঁচি দিলে, তখন তার আল-হামদুলিল্লাহ বলা উচিত, সে যদি al ham dulillah অন্য কেউ যদি এটি শুনে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা উচিত। ইয়ারহামুকাল্লাহ অর্থ হলো আল্লাহ আপনার প্রতি রহমত করুক।
আলহামদুলিল্লাহ বলার ফজিলত
আল হাম দুলিল্লাহ বলার ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি al ham dulillah বলবে , তার দিকে আল্লাহর রহমত বাড়িয়ে দিবে ।
নবীজি (স.) বলেছেন, আল-হাম-দুলিল্লাহ বললে তোমাদের জন্য মিজানের পল্লা টা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়।
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝের ফাঁকা জায়গা কে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় ।
হে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি alhamdulillah পাট করার তৌফিক দান করুক।
তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে alhamdulillah অর্থ কি । আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ (alhamdulillah bangla ortho ki) ইত্যাদি সমস্ত বিষয় জানতে পারলেন।
আলহামদুলিল্লাহ এর উত্তর আজকের এই ব্লগ পোষ্টটি পড়ে কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।