অপরিচিত জায়গা না চেনার কারণে, সেখানে যাওয়ার সাহস পায় না। কিন্তু বর্তমানে এই ইন্টারনেটের যুগে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি এখন কোথায় আছি সেটা জানতে পারবো, এছাড়া আমরা আমাদের কাঙ্খিত লোকেশনে পৌঁছাতে পারবো এবং সেখানে কোন ট্রাফিক জ্যাম আছে কিনা রাস্তাঘাটে কি আছে, সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে সমস্ত কিছুই দেখতে পারব।
আর এটি করার জন্য আপনার মোবাইলে গুগলের একটি প্রোডাক্ট সব সময় ইন্সটল থাকে সেটির নাম গুগল ম্যাপ (Google map) আর এটি সাহায্যে আমি কোথায় আছি । আমার লোকেশন কোথায় ইত্যাদী জানতে পারবেন।
চলুন তাহলে জেনে নেই গুগল আমি এখন কোথায় আছি এ বিষয়টি
আমি এখন কোথায় আছি কিভাবে জানবো
ami akhon kothay achi এটি জানার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের লোকেশন বা GPS অন করতে হবে তাহলে আপনি আমার লোকেশন কোথায় এটি জানতে পারবেন।
তার জন্য আপনাকে আপনার মোবাইলের নোটিফিকেশন বারে location বা GPS অপশন দেখতে পারবেন তো সেটি আপনাকে প্রথমে ফোন করতে হবে, নিচের ছবিটি দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
জিপিএস অন করার পর আপনারা আপনার মোবাইলে লোকেশন নামে একটি অ্যাপস দেখতে পাবেন তারপর ওই লোকেশন অ্যাপসটি ওপেন করবেন।
ওপেন করার পর একদম নিচে ডান দিকের কোনায় সবুজ আইকন একটি অপশন দেখতে পারবেন ঠিক তার উপরে পুরো গোল আর একটা অপশন দেখতে পাবেন তো আপনারা ওইখানে ক্লিক করবেন।
তারপর কিন্তু আপনারা আমি এখন কোথায় আছি লোকেশন আমি এখন কোন গ্রামে আছি দেখতে পাবেন, অর্থাৎ আমি এখন কোথায় আছি ম্যাপ (current location) সমস্ত কিছু দেখতে পাবেন।
আপনি যেখানে বসে আছেন তার আশেপাশে কি কি রয়েছে বাড়িঘর রাস্তাঘাট তার ছবি সমস্ত কিছুই দেখতে পারবেন এর জন্য আপনাকে, লোকেশন অ্যাপস এর উপরে চার কোনা একটা অপশন থাক দেখতে পাবেন, সেখানে ক্লিক করে স্যাটেলাইট অপশনটা আপনাদেরকে ক্লিক করতে হবে।
আমি এখন কোন গ্রামে আছি
এখন কোথায় কোন গ্রামে কোন থানায় কোন জেলায় আছেন এগুলো জানার জন্য প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন বাড়ি গিয়ে লোকেশন অপশনটি অন করতে হবে
তারপর আপনাকে আপনার মোবাইলের গুগল ম্যাপ একটি ওপেন করতে হবে তারপর একদম নিচে একটি গোল আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে এই সমস্ত উত্তর গুলো পেয়ে যাবেন।
রোড ম্যাপ লোকেশন কিভাবে বের করবেন
আপনি যদি কোন জায়গায় যেতে চান কিন্তু সেই জায়গাতে আপনি ছিলেন না এক্ষেত্রে আপনি locatin অন করে Google maps টি ওপেন করবেন তারপর নিচে
সবুজ কালারের একটা অপশন দেখতে পাওয়া যায় সেখানে ক্লিক করব ক্লিক করার পর chose start location এ ক্লিক করে your location অপশনটি সিলেক্ট করবেন এবং তার নিচে chose destination জায়গায় আপনি যেখানে যেতে চান সেই জায়গাটির নাম দিয়ে দিবেন
তারপর কিন্তু খুব সহজে জানতে চলে যেবেন সেই কাঙ্খিত ঠিকানায় পৌঁছাতে আপনার কতক্ষণ সময় লাগবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে সমস্ত কিছু জানতে পেরে যাবে।
আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা আমার লোকেশন দেখাও (amar location bolo) । বর্তমান লোকেশন (current location) কোথায় এই বিষয়টি জানতে পারলে।
আমার লোকেশন কোথায় এখন এটি নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার জানতে পারেন ধন্যবাদ।